Tin Shotti Lyrics ( তিন সত্যি ) - Hasan is a popular Bengali song. Tin Shotti song is the title song of Album Tin Shotti. This song created by famous band ARK. Tin Shotti song sung by Hasan. This song is the romantic song. So let's know the lyrics of Tin Shotti song and also play the audio in below.
  • Song Name : Tin Shotti ( তিন সত্যি )
  • Singer : Hasan
  • Album : Tin Shotti
  • Band : ARK
Tin Shotti Lyrics ( তিন সত্যি ) - Hasan
Tin Shotti ( তিন সত্যি )


You can also know Ek Golpo Boli and Vule Gechi Kobe song lyrics.

 

Tin Shotti Lyrics - Hasan


নয়রে নয় মিথ্যে নয় নয়রে প্রহশন

ভালোবাসার জন্যে আজি চলবে অনশন

জ্বলে পুরে ছাই হব তোরই সরণে

স্বপ্ন গুলো সাজিয়ে দেব তোরই চরণে

 

নয়রে নয় মিথ্যে নয় নয়রে প্রহশন

ভালোবাসার জন্যে আজি চলবে অনশন

জ্বলে পুরে ছাই হব তোরই সরণে

স্বপ্ন গুলো সাজিয়ে দেব তোরই চরণে

 

ওরে এক সত্যি দুই সত্যি তিন সত্যিরে

এই হ্রদয়ে নাই ছলনা প্রেম ভর্তিরে

এক মরণ দুই মরণ হাজারটা মরণ

তোর কারণে এক জীবনে করবো তা বরন

 

এক সত্যি দুই সত্যি তিন সত্যিরে

এই হ্রদয়ে নাই ছলনা প্রেম ভর্তিরে

এক মরণ দুই মরণ হাজারটা মরণ

তোর কারণে এক জীবনে করবো তা বরন

 

উড়ে উড়ে যাবিরে তুই

বলনা কত দুরে

আমি আছি থাকবো রে তোর

হ্রদয় আকাশ জুরে

 

উড়ে উড়ে যাবিরে তুই

বলনা কত দুরে

আমি আছি থাকবো রে তোর

হ্রদয় আকাশ জুরে

 

সুখে দুখে সঙ্গী হয়ে দুনয়নের স্বপ্ন হয়ে

চাই যে তোরে ভীতর বাহিরে

সুখে দুখে সঙ্গী হয়ে দুনয়নের স্বপ্ন হয়ে

চাই যে তোরে ভীতর বাহিরে

 

এক সত্যি দুই সত্যি তিন সত্যিরে

এই হ্রদয়ে নাই ছলনা প্রেম ভর্তিরে

এক মরণ দুই মরণ হাজারটা মরণ

তোর কারণে এক জীবনে করবো তা বরন

 

এক সত্যি দুই সত্যি তিন সত্যিরে

এই হ্রদয়ে নাই ছলনা প্রেম ভর্তিরে

এক মরণ দুই মরণ হাজারটা মরণ

তোর কারণে এক জীবনে করবো তা বরন


তিন সত্যি লিরিক্স - Hasan



সুরে সুরে বাধবোরে তোকে

কথার মায়া জালে

বলনা কোথায় হারিয়ে যাবি

কোন যে নদীর জলে

 

সুরে সুরে বাধবোরে তোকে

কথার মায়া জালে

বলনা কোথায় হারিয়ে যাবি

কোন যে নদীর জলে

 

সুখে দুখে সঙ্গী হয়ে দুনয়নের স্বপ্ন হয়ে

চাই যে তোরে ভীতর বাহিরে

সুখে দুখে সঙ্গী হয়ে দুনয়নের স্বপ্ন হয়ে

চাই যে তোরে ভীতর বাহিরে

 

ওরে এক সত্যি দুই সত্যি তিন সত্যিরে

এই হ্রদয়ে নাই ছলনা প্রেম ভর্তিরে

এক মরণ দুই মরণ হাজারটা মরণ

তোর কারণে এক জীবনে করবো তা বরন

 

নয়রে নয় মিথ্যে নয় নয়রে প্রহশন

ভালোবাসার জন্যে আজি চলবে অনশন

জ্বলে পুরে ছাই হব তোরই সরণে

স্বপ্ন গুলো সাজিয়ে দেব তোরই চরণে

 

ওরে এক সত্যি দুই সত্যি তিন সত্যিরে

এই হ্রদয়ে নাই ছলনা প্রেম ভর্তিরে

এক মরণ দুই মরণ হাজারটা মরণ

তোর কারণে এক জীবনে করবো তা বরন

 

এক সত্যি দুই সত্যি তিন সত্যিরে

এই হ্রদয়ে নাই ছলনা প্রেম ভর্তিরে

এক মরণ দুই মরণ হাজারটা মরণ

তোর কারণে এক জীবনে করবো তা বরন