Vule Gechi Kobe Lyrics ( ভুলে গেছি কবে ) - Hasan is a oldest song in Bangla. Vule Gechi Kobe song sung by Hasan. This song from Stars 2 album. Vule Gechi Kobe song created by one of the popular band in Bangla which name is ARK. So, let's know the lyrics of Vule Gechi Kobe song and also play the audio in below.

  • Song Name : Vule Gechi Kobe ( ভুলে গেছি কবে )
  • Singer : Hasan
  • Album : Stars 2
  • Band : ARK
Vule Gechi Kobe Lyrics ( ভুলে গেছি কবে ) - Hasan
Vule Gechi Kobe ( ভুলে গেছি কবে )


You can also know Noakhailla Pola and Jaago Nari song lyrics.

 

Vule Gechi Kobe Lyrics - Hasan


ভুলে গেছি কবে এক জোছনা রাতে

আধো আলোতে আর আঁধারে

মন ময়ূরী সাঁজে উপচে পরা ভাবে

বাহু যুগলে হারিয়ে গেলে

 

যা ছিলো আড়ালে পরিচয়

বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়

শুধু বুঝেছি এই হৃদয়ে

যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়

 

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা

তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই

 

আজো মনে পরে একলা বসে ঘড়ে

মিছে আলাপন আর বৃষ্টিক্ষণ

স্পর্শ কাতরতা ভাঙল অসাড়তা

জোড়া অধরে তুমি জুড়ে গেলে


ভুলে গেছি কবে লিরিক্স - Hasan



যা ছিলো আড়ালে পরিচয়

বুঝিনি কখন তা হয়ে গেলো পরিণয়

শুধু বুঝেছি এই হৃদয়ে

যে ছোঁয়া লেগেছে তা জ্বালাময়

 

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা

তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই

 

দিন গুলো হারিয়ে যায়

বহমান স্রোতের ধারায়

মন মন তো আজও পরে আছে

তোমাকে পাবার আশায়

 

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা

তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই

 

তুমি আমার সুরে সুরে

আছো হৃদ জুড়ে স্বপ্ন কথো কল্পনায়

দিগন্তের একি ঠিকানা যেখানে সীমানা

তুমি আমি তেমনি এক হয়ে মিশে যাই