Nodir Buke Chad Lyrics ( নদীর বুকে চাঁদ ) - Ayub Bachchu is a old Bangla song. Nodir Buke Chad song sung by legendary singer Ayub Bachchu. This song written by Razib Ahmed and music by Shawkat. Nodir Buke Chad is the title song of Nodir Buke Chad album. This album made by LRB Band. So let's know the lyrics of Nodir Buke Chad and also play the audio in below.
  • Song Name : Nodir Buke Chad ( নদীর বুকে চাঁদ )
  • Singer : Ayub Bachchu
  • Lyrics : Razib Ahamed
  • Music : Shawkat
  • Album : Nodir Buke Chad
  • Band : LRB
  • Label : Sangeeta
Nodir Buke Chad Lyrics ( নদীর বুকে চাঁদ ) - Ayub Bachchu
Nodir Buke Chad( নদীর বুকে চাঁদ )


You can also know Shadhinota Rokkha and Jeona Chole Bondhu song lyrics.

Nodir Buke Chad Lyrics ( নদীর বুকে চাঁদ ) - Ayub Bachchu


নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়

 

নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়।

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়

 

উথাল পাথাল এইকুল ওকুল

দুই কুলে কেহ নাই

নদীর পাঁড়ে কাশেরফুল

আকাশ বাইয়া পাখি যায়।

 

এই আমার দুই চোখে

তবু তোমার রুপের

চমকে চমকায়

 

নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়

 

নাও ছুটেছে ঢেউয়ে ঢেউয়ে

তুমি আমি সংগী নাই

জোড়াতালির ছেড়া পালে

দুষ্টু হাওয়া ঢেউ খেলায়

 

এই আমার দুই চোখে

তবু তোমার রুপের

চমকে চমকায়

 

নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়।

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়

 

নদীর বুকে চাঁদ পড়েছে

চাঁদ পড়েছে বন্ধুর গায়।

ঢেউয়ে ঢেউয়ে নাচ উঠেছে

বন্ধু চড়ছে আমার নায়