Shadhinota Rokkha Lyrics ( স্বাধীনতা রক্ষা ) - Tabib Mahmud & Rana is a new rap song in Bangla. Shadhinota Rokkha song sung by Tabib Mahmud and Rana GullyBoy. This song written by Tabib Mahmud. Shadhinota Rokkha song is a Bangla rap song. This song music producer is Subhro Raha. Shadhinota Rokkha is the published on 16 December, 2020. So, let's know the lyrics of Shadhinota Rokkha song and also play the song in below.
- Song Name : Shadhinota Rokkha ( স্বাধীনতা রক্ষা )
- Singer : Tabib Mahmud and Rana GullyBoy
- Lyrics : Tabib Mahmud
- Music Producer : Subhro Raha (L.M.G Beats)
Shadhinota Rokkha ( স্বাধীনতা রক্ষা ) |
You can also know Jeona Chole Bondhu and Ural Debo Akashe song lyrics.
Shadhinota Rokkha Lyrics ( স্বাধীনতা রক্ষা ) - Tabib Mahmud & Rana
হাজার সালাম শহীদ স্মরণে
অতঃপর শুরু কবিতা রব
আমাদের গানে সুখ থাকে কম
বিসর্গহীন দুঃখ সব
তোমাদের কাছে বিজয় মানে
জিপিএ ফাইভে ভেজানো সুখ
আমার কাছে বিজয় মানে যে
আমার মায়ের মিষ্টি মুখ
আজ সৃষ্টিসুখের উল্লাসে দেখি
অর্ধশত বছর পার আর
সুদ আসলের হিসাবে আমার
দেশপ্রেমিকের জীবন পার
দেশবাসী শুনো কান দিয়ে বুঝো
এ শব্দ মন দিয়ে
অন্যায় দেখে তুমি কি বাধা প্রদান করছো
হাত দিয়ে নাকি
ধৈর্য্য তোমার পাহাড় সমান
রবার্ট ব্রুজের মাইরে বাপ
ধৈর্য্য যদি আর্ট হয় তবে
জিতবে তুমি বিশ্বকাপ
ক্যালেন্ডারের পাতায় ঘুড়ে
বিজয় দিবস আছে ঠিক
সবুজ লালের নতুন জামায়
আমিতো তুলছি রঙিন পিক
আমিতো করিনি অংশগ্রহণ
একাত্তরের সংগ্রামে
রাখিনি কোনো অবদান
আমি মুক্তিযুদ্ধ আঞ্জামে
আমি শুধু আজ বুঝতে শিখেছি
আমিই আনব নতুন দিন
অর্জন থেকে স্বাধিনতাটাহ রক্ষা
করা বেশ কঠিন কাজ
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সবি জানি সব
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সবি জানি সব
সুজলা সুফলা শষ্য শ্যামলা
সোনার বাংলাদেশ দেখেছি
নদীমাতৃক মাতৃভূমিতে
বেপোরোয়া পরিবেশ দেখেছি
সকালের রোদ ফিকে হয়ে যায়
শ্রম ঘাম শুষে জোক আমার
শব্দেরা শুধু হাহাকার করে চাড়া
দিয়ে উঠে শোক বিজয়
উৎসব মানি না আমি
লাভ লস বুঝি না আমি
চেতনার সাথে প্রতারণা করে
বিলাসিতা খুজি না শোন
জনগণ তুমি বোকামন নিয়ে
অকারণে কেনো খাটো তুমি
দেশপ্রেম বলে দুর্নীতিবাজ পাদুকা
কেনো যে চাটো আমার
বেদনা জেগেছে মনে আমার মন চায়
যেতে বনে যেখানে
জীবন পেয়েছে জীবনের স্বাদ
জীবন আত্নদানে
বিজয় দেখেছি এনেছিলো যেটা
আমার পূর্বপুরুষ আমি
নিজে কী করেছি দেশের জন্য
উড়ানো ছাড়া এ ফানুস আমার
বেকরত্বের অভিশাপে আজ
মৃতপ্রায় সংসার জানে
দারিদ্র্য আর ক্ষুধার কষ্টে মেধাগুলো
ছাড়খার আমার
বিজয় হয়েছে মাতৃভূমির
আমিতো পাইনি স্বাদ যেদিন
বেকার ঘুচবে সেদিন কাটবে
আমার ক্লান্ত রাত
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সবি জানি সব
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সবি জানি সব
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সবি জানি সব
অর্জন থেকে বড় স্বাধীনতা রক্ষা
বুঝি সবি জানি সব