Chhonnochhara Mon Lyrics ( ছন্নছাড়া মন ) - Tansener Tanpura 2 is a new web series song. Chhonnochhara Mon song sung by Somlata Acharyya Chowdhury, Jimut Roy and Soham Chakrabarty. This song written by Srijato. Chhonnochhara Mon song made by two language. This song is made for the web series which name is Tansener Tanpura 2. So, let's know the lyrics of Chhonnochhara Mon song and see the video in below.
- Song Name : Chhonnochhara Mon ( ছন্নছাড়া মন )
- Singers : Somlata Acharyya Chowdhury, Jimut Roy and Soham Chakrabarty
- Lyrics : Srijato
- Label : SVF Music
- Web Series : Tansener Tanpura 2
Chhonnochhara Mon ( ছন্নছাড়া মন ) |
You can also know Jodi Takey Chai and Sunglass song lyrics.
Chhonnochhara Mon Lyrics - Tansener Tanpura 2
Bhalobeshe jodi dhore thako mutho
Charte parbe na
Bhalobasha jodi diye thako take
Karte parbe na
E shohore joto ful futeche
Sob ekdin jhore jabe
Premikera tobu banda nachor
Se kabboi kore jabe
Ore chhonnochara mon
Tor ki je hoy kokhon
Tui ekla thak
Ei mitthey daak
Tor sarao deowa baron
ছন্নছাড়া মন লিরিক্স - Tansener Tanpura 2
ভালোবেসে যদি ধরে থাকো মুঠো
ছাড়তে পারবে না
ভালোবাসা যদি দিয়ে থাকো তাকে
কাড়তে পারবে না
এ শহরে যত ফুল ফুটেছে
সব একদিন ঝরে যাবে
প্রেমিকেরা তবু বান্দা নাছোড়
সে কাব্যই করে যাবে
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন
তুই একলা থাক এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ।
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল
ইয়া মিটা দে ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উম রবাবি হাম হে রাহি
বান যা তু মনজিল
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল
কাছে এসে কেন দূরে চলে যাবে
ফিরতে পারবে না
মেঘে মেঘে তার ছোট পাড়াও জেনো
ঘিরতে পারবে না
বন্দরে যত ভিড়বে জাহাজ
সব একদিন ছেড়ে যাবে
প্রেমিকেরা তবু শ্রান্ত নাবিক
সে ঝঞ্ঝায় পেরে যাবে
ওরে ছন্নছাড়া মন
তোর কী যে হয় কখন
তুই একলা থাক এই মিথ্যে ডাক
তোর সাড়াও দেওয়া বারণ
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল
ইয়া মিটা দে ইয়া বানা দে
জিনে কে কাবিল।
উম রবাবি হাম হে রাহি
বান যা তু মনজিল
এ মুহম্মদ ইয়ে রকাবত
হোগি কব হাসিল