Sunglass Lyrics ( সানগ্লাস ) - Sunglass is a Bangla drama song. Sunglass song sung by Ahmed Souren and Samiha Nuzhat Khan. This song created in Bangla drama which name is Sunglass. Sunglass song video mainly cast by Afran Nisho, Mehazabien Chowdhury, Ziaul Hoque Polash and more. So let's know the lyrics of Sunglass song and also see the video in below.
- Song Name : Sunglass ( সানগ্লাস )
- Music : Ahmed Souren
- Singer : Ahmed Souren and Samiha Nuzhat Khan
- Drama : Sunglass
Sunglass ( সানগ্লাস ) |
You can also know Aushomapto and Taray Taray song lyrics.
Sunglass Lyrics - Sunglass
অভাবের এই শহরে
দামী গাড়িতে চড়ে
কত রমণী যে ঘুরে ঘুরে
অভাবের এই শহরে
দামী গাড়িতে চড়ে
কত রমণী যে ঘুরে ঘুরে
তাই আমি সানগ্লাস পরে
কালারফুল দুনিয়া করে
ঘুরি, ফিরি এই শহরে
এই শহরে
অল্প টাকার ফাপরে
জমিদারি কাপড়ে
জানি আমি পাবোনা
মাকে এভাবে
অল্প টাকার ফাপরে
প্রেমটা তুমি না করে
কাছে এসে দিয়ে যাও আমায়
তোমার মনটা কে
তোমার মনটা কে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
তোমার খোঁজে
সানগ্লাস লিরিক্স - Sunglass
গুলাবি সারাবী আমার মনের শেহজাদী
আমার রূপে পাগল তুমি পাগল তুমি
আমিতো তোমারি প্রেমে পড়তে রাজি
শুধুই তোমার হতে রাজি হতে রাজি
তাই বলে এই ফাপরে
জমিদারি কাপড়ে
টেনে নিয়েও পাবেনা আমাকে এভাবে
অল্প টাকার ফাপরে প্রেমটা তুমি না করে
কাছে এসে দিয়ে যাও আমায়
তোমার মনটা কে
তোমার মনটা কে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
তোমার খোঁজে
তোমার মনটা কে
দামি ঘড়ি পড়িনা পড়িনা
টাকার প্রেম পারিনা পারিনা
ঘুড়ি ফিরি তোমার খোঁজে
তোমার খোঁজে
তোমার মনটা কে
তোমার মনটা কে