Lyric: Ziaur Rahman 
Composition: Kazy Ahmad Shafin
Band: Shironamhin

Shironamhin: 
Ziaur Rahman (Bass, Cello) 
Kazy Ahmad Shafin (Drums, Violin, Flute, Back Voice) 
Sheikh Ishtiaque (Voice) 
Symon Chowdhury (Piano) 
Sudipto Sinha Dipu (Guitar) 
Band Manager: Infitar Danial 

প্রিয়তমা Lyrics

প্রিয়তমা, চোখে চোখ রেখে 
কথা হোক নিরবে 
কিছু কথা এভাবেই নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট, 
অজস্র বেলীফুল হাতে অভিমান, 
ম্রিয়মাণ বিকেলে
পৃথিবীর মিথ্যে স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
দিনের শেষে?

সেই বিকেলে, বৃষ্টির জলে
অভিমান মাখা খেয়ালে, 
তুমিও কি ভেঙেছিলে? 
আকাশে, নিরব নি:শ্বাসে 
নীলকন্ঠ মেঘ হয়ে আসে
তোমার দীর্ঘশ্বাস।। 

আকাশ জুড়ে তারাজ্বলা মিছিলে
তোমার খেয়াল, 
তোমার হৃদয় জুড়ে শুকনো রঙের
দেয়াল, 
নিরবে... 
হাজার রাতের বিষাদের শহরে 
তুমিও ছিলে 
তোমার পৃথিবীতে, 
বিষন্ন নিভৃতে, আড়ালে
সেই না বলা কথার মাঝেই 
তোমার ঠিকানা অজানা
ঠিকানা খুঁজে ফিরি চোখে চোখে
তারাদের মিছিলে। 

এই চোখে চোখ রেখে 
প্রিয়তমা নিরবে 
আরও কিছু কথা হোক নির্বাক
একান্তে নিবিড়ে
ঝাঁঝালো বাতাসে বেদনায় নীল ঠোঁট, 
অজস্র মেঘ হয়ে যাক অভিমান, 
ম্রিয়মাণ বিকেলে
আকাশের নীল নীল স্বপ্নের আড়ালে
অযথাই কি নিভে যায় আলো
শেষ বিকেলে