Tomari Chowate Lyrics ( তোমারই ছোঁয়াতে ) - Habib Wahid is a new famous Bangla song. Song of তোমারই ছোঁয়াতে লিরিক্স ( Tomari Chowate ) lyrics sung by Habib Wahid and Moutushi Khan. This song written by Amita Karmoker. Song of Tomari Chowate lyrics started by the line of জানিনা কেন বারেবারে and in English pronunciation is Janina keno barebare. This song released on the date of 03 March, 2022. Tomari Chowate song got a good visitor at YouTube after released between couple of days. This song music composition also by Habib Wahid.


Tomari Chowate beautiful song sung in the language of Bangla. So, let's know the song of Tomari Chowate lyrics and also play the music video in below.

































Tomari Chowate Song Information
Song NameTomari Chowate ( তোমারই ছোঁয়াতে )
SingerHabib Wahid and Moutushi Khan
SongwriterAmita Karmoker
LanguageBangla
MusicHabib Wahid
Released DateMarch 03, 2022

You can also know Bam Bam and Bachelor Party Song song lyrics.

Tomari Chowate Lyrics - Habib Wahid


জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে অচিন মায়ায়


তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে ভীষণ মায়াতে
বাঁধা পড়ি তোমায় হতে


জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে অচিন মায়ায়


আজও আমি তাই তোমাকে খুঁজে যাই
তোমাকে ভেবে কত গল্প সাজাই
তুমি জানো কি দিবানিশি তাই
তোমারই দুটি চোখে আমি হারাই


দূর সুদূরে তোমাতেই
যেনো আমি মিশে যাই
ভালোবেসে একই সুরে
প্রাণ বাঁধি তাই


তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে
তোমারই ছোঁয়াতে ভীষণ মায়াতে
বাঁধা পড়ি তোমায় হতে


জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে দূর নীলিমায়
তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে অচিন মায়ায়


দুটি চোখ আজ খোঁজে না কিছু আর
যতনে রাখি তাই চোখের তারায়
তোমাকে ভেবে তাই স্বপ্ন সাজিয়ে যাই
তোমারই পথে আজ তাই পা বাড়াই


বেঁধেছো হৃদয় কোন সে অচেনা মায়াতে
হারিয়ে নিজেকে খুঁজি তোমার ছায়াতে
তোমারই তো সাথে মাতাল হাওয়াতে
ক্ষণে ক্ষণে চায় মন তোমাতে হারাতে


তোমারই ছোঁয়াতে ভীষণ মায়াতে
বাঁধা পড়ি তোমায় হতে
জানিনা কেন বারেবারে
হারাই তোমাতে দূর নীলিমায়


তোমারই যেন খুব কাছে
মন পড়ে আছে অচিন মায়ায়



তোমারই ছোঁয়াতে লিরিক্স - Habib Wahid


Janina keno barebare
Haray tomate dur nilimay
Tomarai jeno khub kache
Mon pore ache ochin mayay


Tomari to sathe matal hawate
Khone khone chay mon tomate harate
Tomari chowate vishon mayate
Badha pori tomay hote


Janina keno barebare
Haray tomate dur nilimay
Tomarai jeno khub kache
Mon pore ache ochin mayay


Ajo ami tai tomake khuje jay
Tomake vebe koto golpo sajay
Tumi jano ki diba nishi tai
Tomari duti chokhe ami haray


Dur sudure tomatei
Jeno ami mishe jay
Valobese ekoi sure
Pran badhi tai


Tomari to sathe matal hawate
Khone khone chay mon tomate harate
Tomari chowate vishon mayate
Badha pori tomay hote


Janina keno barebare
Haray tomate dur nilimay
Tomarai jeno khub kache
Mon pore ache ochin mayay


Duti chokh aj khoje na kichu ar
Jotone rakhi tai chokher taray
Tomake vebe tai sopno sajiye jay
Tomari pothe aj tai pa barai


Bedhecho hridoy kon se ochena mayate
Hariye nijeke khujitomar chayate


Tomari to sathe matal hawate
Khone khone chay mon tomate harate
Tomari chowate vishon mayate
Badha pori tomay hote


Janina keno barebare
Haray tomate dur nilimay
Tomarai jeno khub kache
Mon pore ache ochin mayay