Eta Manush E Pare Lyrics ( এটা মানুষই পারে ) - Aseer Arman is an old famous Bangla song. Song of এটা মানুষই পারে ( Eta Manush E Pare ) lyrics sung by Aseer Arman. This song written by Aseer Arman. Song of Eta Manush E Pare lyrics started by the line in Bangla pronunciation is এটা মানুষই পারে ভাই মানুষই পার. This song released on the YouTube in the date of 08 October, 2020. Eta Manush E Pare song got a good visitor in YouTube after released.
Eta Manush E Pare song music tuning composition also by Aseer Arman. This song sung in the language in Bangla. So, let's know the song of Eta Manush E Pare lyrics and also play the music video in below.
Song Name | Eta Manush E Pare ( এটা মানুষই পারে ) |
Singer | Aseer Arman |
Songwriter | Aseer Arman |
Language | Bangla |
Released Date | October 08, 2020 |
Tune | Aseer Arman |
You can also know Nirvana and Roll Roll song lyrics.
Eta Manush E Pare Lyrics - Aseer Arman
এটা মানুষই পারে ভাই মানুষই পার
ফুসলিয়ে বুকে ডেকে ভাগাড়ে ছোড়ে
দিতে গিয়ে প্রেম মায়া উনুনে পুড়েছে হাত
গল্প কবিতা মরে বইয়ের ভাজে
হারিয়ে প্রিয় গান তারপর অপমান
রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে
এটা মানুষই পারে এটা মানুষই পারে
এটা মানুষই পারে এটা মানুষই পারে
কত শত লক্ষ যোনী কত শত লক্ষ যোনী
সৃষ্টি করেছে সব সব মুনি ঋষি বিজ্ঞানী
মানুষের পাড়ায় তাকে 'মা' বলে ডাকে জানি
কারোর প্রেমিকা বোন কারোর ছোট্ট 'টুনি'
টুনির শরীরে ছিল সৃষ্টিফুলের রেণু
মাংস গন্ধ পাওয়া শুয়োর নতজানু
ফুসলিয়ে পা বাড়ালে ইতরটা ছেঁকে ধরে
স্বপ্নের রঙে রাঙা চুড়ি রুনুঝুনু
দিতে গিয়ে প্রেম মায়া উনুনে পুড়েছে হাত
গল্প কবিতা মরে বইয়ের ভাজে
হারিয়ে প্রিয় গান তারপর অপমান
রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে
এটা মানুষই পারে লিরিক্স - Aseer Arman
এটা মানুষই পারে এটা মানুষই পারে
এটা মানুষই পারে এটা মানুষই পারে
শ্রমের ঘাম জমে মাটির ব্যাংকে
ভাসে একটু ভালো থাকার স্বপ্নসাগর
সব দেনা বুকে নিয়ে সব চাওয়া বেচে দিয়ে
ন্যায্যদামে চাইতো একটু আদর
হিসেবী দাগের খাতা তেল নুন চাল আটা
বেহিসেবী আঁচড়ে ফুলের দেহ
স্নানের শাওয়ার তাকে ভেজায় অশ্রুজলে
সাবানের ঘ্রাণ যেন দিচ্ছে স্নেহ
দিতে গিয়ে প্রেম মায়া উনুনে পুড়েছে হাত
গল্প কবিতা মরে বইয়ের ভাজে
হারিয়ে প্রিয় গান তারপর অপমান
রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে
এটা মানুষই পারে এটা মানুষই পারে
এটা মানুষই পারে এটা মানুষই পারে
এটা মানুষই পারে ভাই মানুষই পার
ফুসলিয়ে বুকে ডেকে ভাগাড়ে ছোড়ে
দিতে গিয়ে প্রেম মায়া উনুনে পুড়েছে হাত
গল্প কবিতা মরে বইয়ের ভাজে
হারিয়ে প্রিয় গান তারপর অপমান
রাত হলে পুঁতে ফেলে ঘৃণার গোড়ে
এটা মানুষই পারে এটা মানুষই পারে
এটা মানুষই পারে এটা মানুষই পারে