Punorjonmo Lyrics ( পুর্নজন্ম ) - Condropith is an old famous Bangla song. Song of পুর্নজন্ম ( Punorjonmo ) lyrics sung by Rasel Ahmed. This beautiful song written by Kanai Nobokanto. Song of Punorjonmo started by the line of জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে and in the pronunciation of English language is Jonmo mrittur abortone punorjonmo hobe. This song released on the YouTube in 31 July, 2020. Punorjonmo song got an average visitor in YouTube. This song tuning also by Kanai Nobokanto. Punorjonmo song music composition by Condropith.
This song starting song music video cast by Yamin and Esrat. Punorjonmo song created by the band of Condropith. This song got a music label which name is Bumble Bee production. So, let's know the song of Punorjonmo lyrics and also play the music in below.
Song Name | Punorjonmo ( পুর্নজন্ম ) |
Singer | Rasel Ahmed |
Songwriter | Kanai Nobokanto |
Language | Bangla |
Tune | Kanai Nobokanto |
Band | Condropith |
Released Date | July 31, 2020 |
Label | Bumble Bee production |
Punorjonmo |
Punorjonmo Lyrics - Condropith
জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে
তোমার আবার দেখা পাব কখন কে জানে
জন্ম মৃত্যুর আর্বতনে পুনরজন্ম হবে
তোমার আবার দেখা পাব কখন কে জানে
দূরে যাও সরে যাও
রেখে যাও কিছু স্মৃতি তোমার আমার
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না
সোজা-সাপ্টা একথা সত্য কথা বলি
তোমায় ভীষণ রকম ভালোবাসি
হাজার যুদ্ধ বয়ে গেছে মনে
তোমায় এই কথা বলব বলে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে
বলা হয়নি কথা কি ছিলো এই মনে
পুর্নজন্ম লিরিক্স - Condropith
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম
আমার কভু হবে না
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না
আছো তুমি যেখানে প্রতি শব্দ শব্দ দূষন
বাজে সময় অবস দেয়ালেতে তোমারি গুনগুন
আজন্ম রাত বুকের মাঝে ধনি প্রতিধ্বনি
রাতের আকাশ তোমায় ছাড়া ভীষণ একাকি
আজো সৃতি গুলো ভীষণ রকম দামি
আজো সৃতি গুলো ভীষণ রকম দামি
জানি আবার একটি জন্ম আমার
কভু হবে না
জানি আবার এমন করে
তোমার দেখা পাবো না
জানি আবার একটি জন্ম আমার কভু হবে না
জানি আবার এমন করে তোমার দেখা পাবো না