Dhormer Naame Khela Lyrics ( ধর্মের নামে খেলা ) - Tasrif Khan is a new Bangla song. Dhormer Naame Khela song sung by Tasrif Khan. This beautiful song written by Tanbhir Siddiki. Song of Dhormer Naame Khela lyrics started by the line of ধর্মের বর্মতে লাগলো যে ধাক্কা and in the language of English Dhormer bormote laglo je dhakka. This song created theme is the recent some religion activities between Hindu and Muslim.
Dhormer Naame Khela song published in the YouTube channel of Kureghor. This song sung in the language of Bangla. So, let's know the song of Dhormer Naame Khela lyrics and also play the music in below.
Song Name | Dhormer Naame Khela ( ধর্মের নামে খেলা ) |
Singer | Tasrif Khan |
Songwriter | Tanbhir Siddiki |
Music Tune | Tanjeeb Khan |
Language | Bangla |
Label | Kureghor |
You can also know Alpo Loiya Thaki and Oli Bar Bar Phire Jay song lyrics.
Dhormer Naame Khela Lyrics - Tasrif Khan
ধর্মের বর্মতে লাগলো যে ধাক্কা
হায় হায় কি উপায় কে করিবে রক্ষা
চারিধারে হাহাকার গেল সব গেলো রে
ধর্মের বর্মতে একি ঝড় এলো রে
ধর্মের বর্মতে লাগলো যে ধাক্কা
হায় হায় কি উপায় কে করিবে রক্ষা
চারিধারে হাহাকার গেল সব গেলো রে
ধর্মের বর্মতে একি ঝড় এলো রে
আমি দেখি পুরোটাই জাতীকুল খুজি না
ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না
কেউ মেরে মরে যায় কেউ পোসে হায়না
ধর্মের নামে চলে ক্ষমতার বায়না
আমি দেখি পুরোটাই জাতীকুল খুজি না
ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না
কেউ মেরে মরে যায় কেউ পোসে হায়না
ধর্মের নামে চলে ক্ষমতার বায়না
অবশেষে সব শুনে বড় বড় মহাজন
পণ করে ধর্ম টা বাঁচাবেই আমরণ
শান্তির নাম করে নাম নিয়ে ধর্ম
কারো হাতে তলোয়ার যুদ্ধের বর্ম
অবশেষে সব শুনে বড় বড় মহাজন
পণ করে ধর্ম টা বাঁচাবেই আমরণ
শান্তির নাম করে নাম নিয়ে ধর্ম
কারো হাতে তলোয়ার যুদ্ধের বর্ম
ধর্মের নামে খেলা লিরিক্স - Tasrif Khan
আমি দেখি পুরোটাই জাতীকুল খুজি না
ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না
কেউ মেরে মরে যায় কেউ পোসে হায়না
ধর্মের নামে চলে ক্ষমতার বায়না
আমি দেখি পুরোটাই জাতীকুল খুজি না
ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না
কেউ মেরে মরে যায় কেউ পোসে হায়না
ধর্মের নামে চলে ক্ষমতার বায়না
কতশত লাশ পরেকত ভাঙ্গা পরিবার
বাড়ে শুধু আহাজারি সব পুড়ে ছারখার
গোটা দেশ ভাগ হয় হিন্দু মুসলমান
ভাগ হয় পরিবার ভিটে বাড়ি সন্মান
কতশত লাশ পরেকত ভাঙ্গা পরিবার
বাড়ে শুধু আহাজারি সব পুড়ে ছারখার
গোটা দেশ ভাগ হয় হিন্দু মুসলমান
ভাগ হয় পরিবার ভিটে বাড়ি সন্মান
আমি দেখি পুরোটাই জাতীকুল খুজি না
ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না
কেউ মেরে মরে যায় কেউ পোসে হায়না
ধর্মের নামে চলে ক্ষমতার বায়না
আমি দেখি পুরোটাই জাতীকুল খুজি না
ধর্মের নামে খেলা কে খেলে তা বুঝি না
কেউ মেরে মরে যায় কেউ পোসে হায়না
ধর্মের নামে চলে ক্ষমতার বায়না