Ke Kon Deshe Lyrics ( কে কোন দেশে ) - Sohorer Upokotha is a new Bangla song. Ke Kon Deshe song sung by Durnibar Saha and Arpita Deb. This song written by Akash Das and Subhrojyoti Basak. Ke Kon Deshe song created in the upcomming movie which name is Sohorer Upokotha. This song is a soft singing romantic type song. So, let's know the lyrics of Ke Kon Deshe song and also play the music in below.
Song Name | Ke Kon Deshe ( কে কোন দেশে ) |
Singer | Durnibar Saha and Arpita Deb |
Lyrics | Akash Das and Subhrojyoti Basak |
Movie | Sohorer Upokotha |
You can also know Poran Bondhure and Pother Gaan song lyrics.
Ke Kon Deshe Lyrics - Sohorer Upokotha
কে কোন দেশে পাথর ছুঁড়ে
হয়েছে হয়রান
কে কার শেষের গল্প নিয়ে
লিখেছে আদিম গান
রাখেনি তো কেউ আমি খবর
তুমি শরীরে
অশরীরী যারা ভেসে চলে যায়
নাগরিক নদী তীরে
তাকিও না পিছু ফিরে
ধীরে ধীরে যারা চলে গেছে
চিঠি দিও কিছু না লিখে
জল ফড়িং হয়ে সব উড়ে গেছে
ও হো হো দূরে আকাশে
হাসে দুঃখ চাঁদের পাশে
ঘুমোয় অনিদ্রা তোমায় ভালোবেস
কে কোন দেশে লিরিক্স - Sohorer Upokotha
পেতেই পারো আমাদের ঠিকানা
পেতেই পারো নিশ্চিন্দিপুর
পেতেই পারো হলদে দুপুর
জেনো যা আমার হবে না
হতেই পারো কারুর শেষ যাত্রী
হতেই পারো ভৈরবী কালরাত্রীর
হতেই পারো পুরোনো সেই রাস্তা
জেনো যা আমার হবে না
তাকিও তাই পিছু ফিরে
ওরা জানে না আমরা গেছি হেরে
চিঠি দিচ্ছি তাই সাদা কাগজে
জল ফড়িং হয়ে সব উড়ে গেছে
ও হো হো দূরে আকাশে
হাসে দুঃখ চাঁদের পাশে
ঘুমোয় অনিদ্রা তোমায় ভালোবেসে