O Maa Lyrics ( ও মা ) - Maayer Daak is a famous bangla song. O Maa song sung by famous singer Rupal Tiary. This song written by Aviman Paul. O Maa song also music by Aviman Paul. This song make huge fan base in Eid-Ul Adha 2021. O Maa song created in the Bangla natok which name is Maayer Daak. This song more than popular as O Mago Ma track line. So, let's know the lyrics of O Maa song and also play the music in below.
Song Name | O Maa ( ও মা ) |
Famous Track | O Mago Ma ( ও মাগো মা ) |
Singer | Rupak Tiary |
Lyrics | Aviman Paul |
Music | Aviman Paul |
Natok | Maayer Daak |
O Maa ( ও মা ) - Maayer Daak |
You can also know Baba Tumi Amar Beche Thakar Karon and Brishti Jodi Ar Na Thame Aj song lyrics.
O Maa Lyrics ( ও মা ) - Maayer Daak
আলো আঁধারের খেলায়
কেন যে এই অবেলায়
তোমাকে পাই না খুঁজে মা গো
তোমার আঁচলের ছায়ায়
কী যেন গভীর মায়ায়
রাখতে বুকে জড়িয়ে মা গো
তুমি জানো কি সেই বকুল গাছে
ফুল এসেছে মা
তোমার জানলাতে
সেই শালিক জোড়া
আর তো আসে না
ও মাগো মা
আর কোনদিন দেখে কি হবে না
ও মাগো মা
জানি কোনদিন আর পিছু ডাকবে না
তুমি জানো কি সেই বকুল গাছে
ফুল এসেছে মা
তোমার জানলাতে সেই শালিক জোড়া
আর তো আসে না
ও মাগো মা
আর কোনদিন দেখে কি হবে না
ও মাগো মা
জানি কোনদিন আর পিছু ডাকবে না
উঠোন জুড়ে জল জমেছে
বৃষ্টি ভেজা বিকেলে
চল না তবে রোজের মতো
নৌকো ভাসাই মা
ঘুম পাড়ানি গান জড়িয়ে
রাত্রি যেত হারিয়ে
আজকে এতো দেরি কেন
ঘুম ভাঙে না মা
এই চার দেওয়ালের গল্প জুড়ে
রয়ে গেছো মা
যত্নে বোনা ইতিকথায়
মিশে গেছো মা
ও মাগো মা
আর কোনদিন দেখে কি হবে না
ও মাগো মা
জানি কোনদিন আর পিছু ডাকবে না