Mombati Lyrics ( মোমবাতি ) - Komola Rocket is an old Bangla movie song. Mombati song sung by Mohon Sharif. This song also written by Mohon Sharif. Mombati song created in the movie of Komola Rocket. This song is the sad soft singing song. So, let's know the lyrics of Mombati song and also play the music below.
| |
---|---|
Song Name | Mombati ( মোমবাতি ) |
Singer | Mohon Sharif |
Lyrics | Mohon Sharif |
Movie | Komola Rocket |
Mombati ( মোমবাতি ) |
You can also know Behaya Mon and Dil Ki Doya Hoy Na song lyrics.
Mombati Lyrics - Komola Rocket
অন্যের জন্য মোমবাতি
পানিতে না দিয়ে শুকাতে
অন্যের জন্য মোমবাতি
পানিতে না দিয়ে শুকাতে
ফুল যে গাছে ধরে সেদিকে তাকিয়ে
বিশাল উচ্চতা ডিঙিয়ে লাফ দিয়ে
বলো ছিড়ে
আনো না হলে যাবো ছেড়ে
কোনো সাড়া ছারা দরজার হাতল চেপে
চট করে মুচড়ে দিয়ে আমাকে দেখে
বলো যাবে
নাকি নিয়ে যাবো তাকে সাথে
মোমবাতি লিরিক্স - Komola Rocket
খপ করে আমার হাতটা ধরে
নিজের কাছে টেনে নিতে
কি বাঁধা হয়ে দাড়িয়েছে
না দেখে শুনে কিছু জানিয়ে
নিজে আড়ালে লুকালে
আমাকে তুমি ডুবালে
আমি কার পিছে
নিজের জন্য
যাবো খেটে
তোকে বলেছে যেতে কে
অন্যের জন্য মোমবাতি
পানিতে না দিয়ে শুকাতে
অন্যের জন্য
ভুল করে তুমি একটা দিশলা হাতে
চুলার আগুনটার কাছে যেতে গিয়ে
গেলে পুড়ে
আমি না হলে জ্বলে যেতে
যত বাঁধা ছিলো সবকটা ভেঙেচুরে
কট করে ভাগ্যের উপরে পারা রেখে
বাক্সটাকে পেলে চুলারই নাগালে
খপ করে লুফে নিয়ে আগুনে
নিজে না শুধু সব কাঠিকে
ধরিয়ে দিয়ে জ্বালালে
না ভেবে বুঝে তুমি নিজেকে
শরীর থেকে ছুটালে
আমাকে তুমি ডুবালে
আমি কার পিছে
নিজের জন্য
যাবো খেটে
তোকে বলেছে যেতে কে
অন্যের জন্য মোমবাতি
পানিতে না দিয়ে শুকাতে
অন্যের জন্য
আমি কার পিছে
যাবো খেটে