Vita Naire Mati Naire Lyrics ( ভিটা নাইরে মাটি নাইরে ) - Itihash is an old Bangla song. Vita Naire Mati Naire song sung by Kumar Bishwajit. This song written by Ahmed Imtiaz Bulbul. Vita Naire Mati Nairesong music by also Ahmed Imtiaz Bulbul. This song got a music label which name is Anupam. Vita Naire Mati Naire song created in the movie of Itihash. So, let's know the lyrics of Vita Naire Mati Naire song and also play the music.
- Song Name : Vita Naire Mati Naire ( ভিটা নাইরে মাটি নাইরে )
- Singer : Kumar Bishwajit
- Lyrics : Ahmed Imtiaz Bulbul
- Music : Ahmed Imtiaz Bulbul
- Movie : Itihash
- Label : Anupam
You can also know Ami Nosto Mone Nosto Chokhe and Bodhu Beshe Konna Jokhon Elo Re song lyrics.
Vita Naire Mati Naire Lyrics ( ভিটা নাইরে মাটি নাইরে ) - Itihash
ভিটা নাইরে মাটি নাইরে
ভাঙ্গনে ভাঙ্গিয়া গেছে ঘর
আমার আপন বলতে আমি ছাড়া
সবাই এখন পর
আমি জীবন্ত একটা লাশ
এটাই নতুন ইতিহাস
আমি জীবন্ত একটা লাশ
এটাই নতুন ইতিহাস
আমার দুঃখ কলিজাতে
হার মাংস রক্ত কনায়
আমার মতো জনম দুখী
ভবে বুঝি একটা গো নাই
আমার দুঃখ কলিজাতে
হার মাংস রক্ত কনায়
আমার মতো জনম দুখী
ভবে বুঝি একটা গো নাই
আমার জীবন কেলেন্ডারে
নাই বছর নাইরে মাস
এটাই নতুন ইতিহাস
এটাই নতুন ইতিহাস
ভিটা নাইরে মাটি নাইরে
ভাঙ্গনে ভাঙ্গিয়া গেছে ঘর
আমার আপন বলতে আমি ছাড়া
সবাই এখন পর
আমি জীবন্ত একটা লাশ
এটাই নতুন ইতিহাস
আমি জীবন্ত একটা লাশ
এটাই নতুন ইতিহাস
মাগো তরি গর্বে আমায়
কেন করেছিলে ধারন
আমি পাইনা তু হায় খুঁজে
সেই বেঁচে থাকার কারণ
মাগো তরি গর্বে আমার
কেন করেছিলে ধারন
আমি পাইনা তু হায় খুঁজে
সেই বেঁচে থাকার কারণ
আমি সকল পরীক্ষাতে
ফেইল করলাম করে পাস
এটাই নতুন ইতিহাস
এটাই নতুন ইতিহাস
ভিটা নাইরে মাটি নাইরে
ভাঙ্গনে ভাঙ্গিয়া গেছে ঘর
আমার আপন বলতে আমি ছাড়া
সবাই এখন পর
আমি জীবন্ত একটা লাশ
এটাই নতুন ইতিহাস
আমি জীবন্ত একটা লাশ
এটাই নতুন ইতিহাস
আমি জীবন্ত একটা লাশ
এটাই নতুন ইতিহাস