Tomarei Ami Chahiyachi Priyo Lyrics ( তোমারেই আমি চাহিয়াছি প্রিয় ) - Nazrul Geeti is an old popular Bangla song. Tomarei Ami Chahiyachi Priyo song covered by many singer one of them name is Manabendra Mukherjee. This song written by Kazi Nazrul Islam. Tomarei Ami Chahiyachi Priyo song got a music label which name is Nazrul Geeti. This song tuning also national poet in Bangladesh Kazi Nazrul Islam. So, let's know the lyrics of Tomarei Ami Chahiyachi Priyo song and also play the music.
- Song Name : Tomarei Ami Chahiyachi Priyo ( তোমারেই আমি চাহিয়াছি প্রিয় )
- Singer : Manabendra Mukherjee
- Lyrics : Kazi Nazrul Islam
- Tune : Kazi Nazrul Islam
- Label : Nazrul Geeti
Tomarei Ami Chahiyachi Priyo ( তোমারেই আমি চাহিয়াছি প্রিয় ) |
You can also know Mor Priya Hobe Eso Rani and Bhoriya Poran Sunitechi Gaan song lyrics.
Tomarei Ami Chahiyachi Priyo Lyrics ( তোমারেই আমি চাহিয়াছি প্রিয় ) - Nazrul Geeti
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
জনমে জনমে চলে তাই মোর অনন্ত অভিসার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয়
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্বুল
বনে তুমি যবে ছিলে বনফুল
গেয়েছিনু গান আমি বুল্বুল
ছিলাম তোমার পূজার থালায় চন্দন ফুলহার
তব সংগীতে আমি ছিনু সুর নৃত্যে নূপুর ছন্দ
আমি ছিনু তব অমরাবতীতে
পারিজাত ফুল গন্ধ
কত বসন্তে কত বরষায়
খুঁজেছি তোমায় তারায় তারায়
আজিও এসেছি তেমনি আশায় লয়ে স্মৃতি সম্ভার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয় শতরূপে শতবার
তোমারেই আমি চাহিয়াছি প্রিয়