Chand Heriche Chand Mukh Tar Lyrics ( চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ) - Nazrul Geeti is a famous Bangla song. Chand Heriche Chand Mukh Tar song covered by many singer one of them name is Asha Bhosle. This song written by national poet in Bangladesh Kazi Nazrul Islam. Chand Heriche Chand Mukh Tar song got a music label which name is Nazrul Geeti. This song tuning also Kazi Nazrul Islam. So, let's know the lyrics of Chand Heriche Chand Mukh Tar song and also play the music.
- Song Name : Chand Heriche Chand Mukh Tar ( চাঁদ হেরিছে চাঁদ মুখ তার )
- Singers : Asha Bhosle
- Lyrics : Kazi Nazrul Islam
- Tune : Kazi Nazrul Islam
- Label : Nazrul Geeti
Chand Heriche Chand Mukh Tar ( চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ) |
You can also know Soi Bhalo Kore Binod Beni and Esho Priyo Aro Kache song lyrics.
Chand Heriche Chand Mukh Tar Lyrics ( চাঁদ হেরিছে চাঁদ মুখ তার ) - Nazrul Geeti
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ
ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
হেরিছে রজনী রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া
হেরিছে রজনী রজনী জাগিয়া
চকোর উতলা চাঁদের লাগিয়া
কাঁহা পিউ কাঁহা ডাকিছে পাপিয়া
কুমুদীরে কাঁদাইতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
না জানি সজনী কত সে রজনী
কেঁদেছে চকোরী পাপিয়া
না জানি সজনী কত সে রজনী
কেঁদেছে চকোরী পাপিয়া
হেরেছে শশীরে সরসী মুকুরে
ভীরু ছায়া তরু কাঁপিয়া
কেঁদেছে আকাশে চাঁদের ঘরণী
চির বিরহিণী রোহিণী ভরণী
অবশ আকাশ বিবশা ধরণী
কাঁদানীয়া চাঁদিনীতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
ছুটে তরঙ্গ বাসনা ভঙ্গ সে অঙ্গ পরশিতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে
চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরসীর আরশিতে