Bijli Lyrics ( বিজলী ) - James song is a famous old song in Bangladesh. Bijli song sung by legendary singer James. This song collected from dusto cheler dol album. This popular album created by Nagar Baul Band. Bijli song is the most famous concert song in Bangla. This is the hard rock type song. Bijli song create huge fanbase and got huge success when it's published. So, let's know the lyrics of Bijli song and also play the music in below.
- Song Name : Bijli ( বিজলী )
- Singer : James
- Album : Dusto Cheler Dol
- Band : Nagar Baul
Bijli ( বিজলী ) |
You can also know Ami Ekhon Megher Sathe and Naan Dhaan Da Mass song lyrics.
Bijli Lyrics ( বিজলী ) - James
চোখের দেখাই মনের দেখা হয়
চোখের দেখাই যদি মনে রয়
ভালোবেসে তোমরা তাকে কি বলবে কি বলবে
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
সব কথা কি খুলে বলা যায়
কিছু হবে চোখের ইশারায় ও বন্ধু
কিছু হবে চোখের জল নির্দেশ হইবো কি বলবে
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
মনে আমার ধরেছে নেশা বুকে আমার কামনার তৃষ্ণা
রূপের যাদু বড় যাদু গো মনের মায়া বড় মায়া গো
মায়ার জালে পরছি ধরা ও বিজলী
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
তোমায় আমি করেছি নিশানা
মনের আড়াল হতে দিব না হিয়ায় বাঁধা পরেছে হিয়া
কনোদিনও ছেড়ে যেও না গো সোনা
যাইও না যাইও না চলিয়া ও বিজলী
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
চোখের দেখাই মনের দেখা হয়
চোখের দেখাই যদি মনে রয়
ভালোবেসে তোমরা তাকে কি বলবে কি বলবে
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
সব কথা কি খুলে বলা যায়
কিছু হবে চোখের ইশারায় ও বন্ধু
কিছু হবে চোখের জল নির্দেশ হইবো কি বলবে
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না
ও বিজলী চলে যেও না ও বিজলী চলে যেও না