Bhiru E Moner Koli Lyrics ( ভীরু এ মনের কলি ) - Nazrul Geeti is a popular Bangla song. Bhiru E Moner Koli song covered by many singer one of them name is Feroza Begum. This song written by legand Kazi Nazrul Islam. Bhiru E Moner Koli song got a music label which name is Nazrul Geeti. This song tuning also national poet in Bangladesh Kazi Nazrul Islam. So, let's know the lyrics of Bhiru E Moner Koli song and also play the music.
- Song Name : Bhiru E Moner Koli ( ভীরু এ মনের কলি )
- Singer : Feroza Begum
- Lyrics : Kazi Nazrul Islam
- Tune : Kazi Nazrul Islam
- Label : Nazrul Geeti
Bhiru E Moner Koli ( ভীরু এ মনের কলি ) |
You can also know Patha Cholite Jodi and Ami Jar Nupurer Chanda song lyrics.
Bhiru E Moner Koli Lyrics ( ভীরু এ মনের কলি ) - Nazrul Geeti
ভীরু এ মনের কলি
ফোটালে না কেন ফোটালে না
ভীরু এ মনের কলি
ফোটালে না কেন ফোটালে না
ভীরু এ মনের কলি
জয় করে কেন নিলে না আমারে
কেন তুমি গেলে চলি
ভীরু এ মনের কলি
জয় করে কেন নিলে না আমারে
কেন তুমি গেলে চলি
ভীরু এ মনের কলি
ভাঙ্গিয়া দিলে না কেন
কেন মোর ভয়
কেন ফিরে গেলে শুনি অনুনয়
ভাঙ্গিয়া দিলে না কেন
কেন মোর ভয়
কেন ফিরে গেলে শুনি অনুনয়
কেন সে বেদনা বুঝিতে পার না
কেন সে বেদনা বুঝিতে পার না
মুখে যাহা নাহি বলি
ভীরু এ মনের কলি
ফোটালে না কেন ফোটালে না
ভীরু এ মনের কলি
কেন চাহিলে না জল
নদী তীরে এসে
অকরুণ অভিমানে চলে গেলে
চলে গেলে মরু তৃষ্ণার দেশে
কেন চাহিলে না জল
নদী তীরে এসে
অকরুণ অভিমানে চলে গেলে
চলে গেলে মরু তৃষ্ণার দেশে
ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন
তুলে নেয় তার বক্ষে আপন
ঝোড়ো হাওয়া ঝরা পাতারে যেমন
তুলে নেয় তার বক্ষে আপন
কাড়িয়া নিলে
কেন কাড়িয়া নিলে না তেমনি করিয়া
মোর ফুল অঞ্জলি
ভীরু এ মনের কলি
ফোটালে না কেন ফোটালে না
ভীরু এ মনের কলি
জয় করে কেন নিলে না আমারে
কেন তুমি গেলে চলি
ভীরু এ মনের কলি
ফোটালে না কেন ফোটালে না
ভীরু এ মনের কলি