• Song Name : Badhahin Moner Golpo ( বাধাহীন মনের গল্প )
  • Singer : Rodela
  • Tune & Music : Habib Wahid
  • Lyrics : Marusha
Badhahin Moner Golpo Lyrics ( বাধাহীন মনের গল্প ) - Rodela
Badhahin Moner Golpo ( বাধাহীন মনের গল্প )
You can also know Boro Ochena and Shakkhi Akash song lyrics.

Badhahin Moner Golpo Lyrics ( বাধাহীন মনের গল্প ) - Rodela


সময়ের বাঁধাতে থমকে আমি দাড়িয়ে 
ভাবনারা ঘুরে ঘুরে ডাকছে যে
চাইছি এই তোমাকে স্বপ্নের শুরুতে
স্মৃতি সব ফিরে ফিরে হৃদয়ে

বাধাহীন আমার মনের এই গল্প 
মন ডানা মেলে হারিয়ে যাব
চেনা অচেনা স্পপ্নে জড়ানো 
কখনো বুঝিনি তুমি এত অজানায়
ফিরে যেতে চাইছি আমি অবহলায়

ভুলে কস্টগুলো মনে দেয়া থাক
সময়ের বাঁধাতে থমকে আমি দাড়িয়ে 
ভাবনারা ঘুরে ঘুরে ডাকছে যে
চাইছি এই তোমাকে স্বপ্নের শুরুতে
স্মৃতি সব ফিরে ফিরে হৃদয়ে
চলেছি গতিহীন অজানা সব রঙিন

মনগড়া কল্পনার সব ঘুরে ফিরে সারাদিন
থামবো আমি অজন্তয় পথ চলতে অভিনয় 
মেঘ থেকে বৃষ্টি হয়ে ঝরবো আমি অধিস্বরে
কেন আমি বুঝি না আবেগী শহরে অচেনা
ফিরে যাওয়া একাকী মন চলা

ছুঁয়ে ফেলি সব ছলোনা 
বাধাহীন আমার মনের এই গল্প 
মন ডানা মেলে হারিয়ে যাব
চেনা অচেনা স্পপ্নে জড়ানো 
কখনো বুঝিনি তুমি এত অজানায়
ফিরে যেতে চাইছি আমি অবহলায়

ভুলে কস্টগুলো মনে দেয়া থাক
সময়ের বাঁধাতে থমকে আমি দাড়িয়ে 
ভাবনারা ঘুরে ঘুরে ডাকছে যে
চাইছি এই তোমাকে স্বপ্নের শুরুতে
স্মৃতি সব ফিরে ফিরে হৃদয়ে
Badhahin Moner Golpo Lyrics ( বাধাহীন মনের গল্প ) - Rodela song is a new Bangla song. Badhahin Moner song sung by Rodela. This is the 1st song which sung by Rodela. Badhahin Moner song written by Habib Wahid. Habib also tuned and music composition did this song. Wish best of luck Rodela for her 1st song. So, let's know the lyrics of Badhahin Moner song and also play the music.