Shakkhi Akash Lyrics ( সাক্ষী আকাশ ) - James is an old Bangla song. Shakkhi Akash song sung by James. This song created in the Ami Tomaderi Lok album. Shakkhi Akash song made by Nagar Baul Band. This song is not too much famous song but it's a known able song. Shakkhi Akash song is the soft singing song. So, let's know the lyrics of Shakkhi Akash song and also play the music in below.
- Song Name : Shakkhi Akash ( সাক্ষী আকাশ )
- Singer : James
- Album : Ami Tomaderi Lok
- Band : Nagar Baul
Shakkhi Akash ( সাক্ষী আকাশ ) |
You can also know Kon Fule Debo Pujo and Ami Shorkari Officer song lyrics.
Shakkhi Akash Lyrics ( সাক্ষী আকাশ ) - James
সাক্ষী আকাশ সাক্ষী বাতাস সাক্ষী জন্মভূমি
যুগে যুগে আমারই তুমি শুধু আমারই তুমি
আমার হয়ে থেকো তুমি তোমার হয়ে আমি
এমনি করে কেটে যাবে অনন্ত দিবসযামি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি
তোমাকেই ভালবাসি
তোমায় নিয়ে এই ভূবনে গড়েছি সংসার
যে যাই বলুক মনে রেখো তুমি শুধু আমার
পথের শেষে শেষ খেয়াতে
ধরবো দুজন পাড়ি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি
তোমাকেই ভালবাসি
তুমি আমার ভালোবাসা প্রথম প্রেমের ফুল
তুমি যেন ফুলো কলি আমি ফুলো মালি
ওহুও তোমায় ভালোবাসি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি
তোমাকেই ভালোবাসি
সাক্ষী আকাশ সাক্ষী বাতাস সাক্ষী জন্মভূমি
যুগে যুগে আমারই তুমি শুধু আমারই তুমি
আমার হয়ে থেকো তুমি তোমার হয়ে আমি
এমনি করে কেটে যাবে অনন্ত দিবসযামি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি
তোমাকেই ভালবাসি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি
তোমাকেই ভালবাসি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি
তোমাকেই ভালবাসি
রাতে তুমি চন্দ্র দিনে তুমি রবি
তোমাকেই ভালবাসি