Musafir Lyrics ( মুসাফির ) - Musafir is a Bangla movie song. Musafir song is the title song of Musafir movie. This song is a RAP type song. Musafir song sung by Towfique Ahmed and Fahad Bin Aziz. This song written by Towfique Ahmed and Tahsan Shuvo.
Musafir song music label by Tiger Media. This song title track name is Musafir but it's too much famous a track line which is Karo Adesh Manina Ami. So, let's know the lyrics of Musafir song and also play the music in below.
- Song Name : Musafir ( মুসাফির )
- Famous Track : Karo Adesh Manina Ami ( কারো আদেশ মানিনা আমি )
- Singers : Towfique ahmed and Fahad Bin Aziz
- Lyrics : Towfique Ahmed and Tahsan Shuvo
- Music & Tune : Naved
- Movie : Musafir
- Music Label : Tiger Media
You can also know Noya Bari and Bonde Maya Lagaiche song lyrics.
Musafir Lyrics ( মুসাফির ) - Musafir
কারো আদেশ মানিনা আমি চির স্বাধীন
আমি না মানি আইন আমি না কারো অধীন
যেন আমি শ্রেষ্ঠশুধু আমিই সঠিক
কেবল আমিই সত্য পুরা দুনিয়া ব্যাঠিক
প্রলয় আমি আমি করি ধ্বংস
আমি শত্রু ঘায়েলে স্বদা হন্য
আমি শৃংখলা মানিনামৃত্যু চিনিনা
আমি জ্বলে উঠে শিখানিভিতে জানিনা
তোমার দাসত্ব আমার রাজত্ব
ধুকেফুকে মর ওহে বিশ্বাসঘাতক
আমারই আদালত আমিই বিচারক
হত্যা করি কাপি না মানি স্বর্গ মর্ত
আমি হত্যা করি কাপি না মানি স্বর্গ মর্ত
এই আগুন খেলায় রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির
এই আগুন খেলায় রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির
(আমি মুসাফির)
বিশ্বাস ভাঙে কাছেরই মানুষ
ভালোবাসা কই উড়ছে ফানুশ
যুদ্ধে আমি এই নেশায় অনুঘুম
ফাটে উচ্ছাসে জগদিশ্বরী মাতো
ভিন্ন আলেরা পিচাশ আলেয়
আযে ডরে সবরে হে আগুন খেলায়
তাই রক্তপিপাসু আমিহিংস্র হায়েনা আমি
আমি কালজয়ী মহাবীর
আমি ঘাতকেরই ভয় হবে শস্বতেরই জয়
করি আজন্ম লড়াই আমি মুসাফির
করি আজন্ম লড়াই আমি মুসাফির
এই আগুন খেলায় রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির
এই আগুন খেলায় রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির
That was true…!
এই আগুন খেলায় রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির
এই আগুন খেলায় রক্ত যুদ্ধের নেশায়
ধুলোয় উড়িয়ে আগুন মুসাফির মুসাফির