Rakheni Amay Keu Lyrics ( রাখেনি আমায় কেউ ) - James is a old Bangla song. Rakheni Amay Keu song sung by legend singer James. This song written by Prince Mahmud and tuning by Shawkat. Rakheni Amay Keu song is one of the most famous softly singing song in Bangla music. This song collected from Achol album. So, let's know the lyrics of Rakheni Amay Keu song and alsp play the music in below.
- Song Name : Rakheni Amay Keu ( রাখেনি আমায় কেউ )
- Singer : James
- Lyrics : Prince Mahmud
- Tuneing & Music : Shawkat
- Album : Achol
- Band : Nagar Baul
You can also know Guru ghor Banaila Ki Diya and Pagla Hawar Tore song lyrics.
Rakheni Amay Keu Lyrics ( রাখেনি আমায় কেউ ) - James
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ দেখেনি কেউ দেখেনি
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসি চল
দেখেনি কেউ
আমার চোখে জল
তুইতো প্রথম বলেছিলি
কষ্টে ভাসি চল
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ ছোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম ছুঁয়েছিলি
দিয়ে মুখের কথা
কেউ ছোঁয়নি আমার বুকের ব্যথা
আরে তুইতো প্রথম ছুঁয়েছিলি
দিয়ে মুখের কথা
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে
কেউ বাসেনি এত ভাল মোরে
কেমনে বন্ধু বন্ধু ভুলি তোরে
রাখেনি আমায় কেউ তোর মত করে
বুকের ভিতরে আঁচলে মুড়ে