Protishodh Lyrics ( প্রতিশোধ ) - Ayub Bachchu is a old song in Bangla media. Protishodh song sung by legend singer in Bangladesh Ayub Bachchu. This song written and tuning by also Ayub Bachchu. Protishodh song collected from Prem Tumi Ki album. This album created by most famous band LRB. Protishodh is hard rock type song. So, let's know the lyrics of Protishodh song and also play the song in below.
- Song Name : Protishodh ( প্রতিশোধ )
- Singer : Ayub Bachchu
- Lyrics : Ayub Bachchu
- Tune & Music : Ayub Bachchu
- Album : Prem Tumi Ki
- Band : LRB
You can also know Ferari Mon and Kobita song lyrics.
Protishodh Lyrics ( প্রতিশোধ ) - Ayub Bachchu
তোমাকে কি করে ভুলে যাই বল
তোমারি কারণে এ হৃদয় পুড়ে গেলো
নষ্ট হয়ে যেতে পারি যখন তখন
পথ ভ্রষ্ট কোন এক পথিকের মতন
তোমার জীবনে যখন আসবে ফাগুন
জেনো জ্বালব আগুন
ঠিক তখনি জেনো আমি জ্বালাব আগুন
ঠিক তখনি যেনো আমি জ্বালাব আগুন
মানুষের ভুল ভেবে শুধু আমি এড়িয়ে গিয়েছি
যতবার ততবার আঘাতে আঘাত পেয়েছি
নীরবে সয়েছি আর একাকী কেঁদেছি
হাজারো আশা নিয়ে আজও বেঁচে আছি
নষ্ট হয়ে যেতে পারি যখন তখন
পথ ভ্রষ্ট কোন এক পথিকের মতন
তোমার জীবনে যখন আসবে ফাগুন
জেনো জ্বালব আগুন
ঠিক তখনি জেনো আমি জ্বালাব আগুন
ঠিক তখনি যেনো আমি জ্বালাব আগুন
যদি বলি তুমি কখনও আমায় ভালোবাসোনি
লুকোতে গিয়ে কখনও লুকোতে তা পারোনি
অকারণে কত রাত দূরে দূরে থেকেছো
ফাঁকা এ ঘরে আমায় তুমি একা রেখে
নষ্ট হয়ে যেতে পারি যখন তখন
পথ ভ্রষ্ট কোন এক পথিকের মতন
তোমার জীবনে যখন আসবে ফাগুন
জেনো জ্বালব আগুন
ঠিক তখনি জেনো আমি জ্বালাব আগুন
ঠিক তখনি যেনো আমি জ্বালাব আগুন
তোমাকে কি করে ভুলে যাই বল
তোমারি কারণে এ হৃদয় পুড়ে গেলো
নষ্ট হয়ে যেতে পারি যখন তখন
পথ ভ্রষ্ট কোন এক পথিকের মতন
তোমার জীবনে যখন আসবে ফাগুন
জেনো জ্বালব আগুন
ঠিক তখনি জেনো আমি জ্বালাব আগুন
ঠিক তখনি যেনো আমি জ্বালাব আগুন