Opekkha Lyrics ( অপেক্ষা ) - ViKiNGS is a popular Bangla song. Opekkha song singing by Tonmoy Tansen. This song also written by Setu and Tonmoy. Opekkha song is a hard metal rock song. This song made by ViKings Band. Opekkha song creation in Run Out film. So, let's know the beautiful song Opekkha lyrics and also play the song in below.
- Song Name : Opekkha ( অপেক্ষা )
- Singer : Tonmoy Tansen
- Lyrics : Setu & Tonmoy
- Band : ViKiNGS
- Album : ViKiNGS featuring RUN OUT
- Film : RUN OUT
- Music Composition : ViKiNGS
You can also know Ami Faisa Gechi and Ghumonto Shohore song lyrics.
Opekkha Lyrics ( অপেক্ষা ) - ViKiNGS
একমুঠো চাঁদের অপেক্ষাতে
কালো ঘরের চারপাশ
কিছু আকাশ প্রহরী হয়ে
আসে জানালাতে বারবার
দরজাতে হিমেল বাতাস যেন
কড়া নেড়ে যাচ্ছে বোবা সময়
সান্ত্বনা দিয়ে যায়
এই জোছনাআসছে
আমার ঘরের সব ঘন-কালো
যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?
কালো চাদর জড়িয়ে শুয়ে
থাকে চাওয়া-পাওয়ার তন্ময়
কড়িকাঠে ধোঁয়াতে উড়ে
বেড়ায় যত স্মৃতি সম্বল
কিছু আশা কবিতা বইয়ের
পাতায় কেঁদে কেঁদে যাচ্ছে
তবু সময় সান্ত্বনা
দিয়ে যায় এই জোছনা আসছে
এদিক সেদিক সব এলোমেলো
যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?
আমার ঘরের সব ঘন-কালো
যেন আঁধারী ভুবন
ঘরের ভেতর ঘর তুলে রেখে
আজ বন্ধ এই মন
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?
ও হো-ও হো
শুধু অপেক্ষায়, কবে
জোছনা আসবে?