Mon Janala Lyrics ( মন জানালা ) - Partha Barua is a new bangla song. Mon Janala song aung by Partha Barua. This song written by Sanjib. Mon Janala song is the new romantic song in Bangla media. This song music label by YR Music. So, let's know the lyrics of Mon Janala song and also play the song in below.
- Song Name : Mon Janala ( মন জানালা )
- Singer : Partha Barua
- Lyrics : Sanjib
- Tune & Music : Partha Mazumder
- Album : Mon Janala
- Music Label : YR Music
You can also know Haste Dekho Gaite Dekho and Neelanjona song lyrics.
Mon Janala Lyrics ( মন জানালা ) - Partha Barua
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে কে ডাকে
স্বপ্ন রঙের ছবি আঁকে
মেঘেরা দল বেঁধে যায়
ওই দূর নীলাচলে চলোনা বৃষ্টিধারায়
ভিজবো দু'জন মিলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে কে ডাকে
বুকেরই চাপা আর্তনাদ
অস্ফুট ব্যাথা
হৃদয়ের শেষ দ্বারে কেউ
বলছে কথা
এ কেমন নির্ঘুম রাতে
নীল আলোয় ভরা
মন যেন আজ প্রহরী
নাড়ছে কড়া
কিছু কথা জমে যায়
আকাশ নীলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে কে ডাকে
মেঘ ঢাকা বিকেলবেলা
ভেজা ভেজা পথে
একটু ভালোলাগা ক্ষণ
একসাথে যেতে
আমার এ কল্পনায়
এক কাঁচের বাড়ি
মাঝখানে শূন্য কোঠা
চলছে ঘড়ি
একাকী বসে এ মন
উঠে দোলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে কে ডাকে
স্বপ্ন রঙের ছবি আঁকে
মেঘেরা দল বেঁধে যায়
ওই দূর নীলাচলে চলোনা বৃষ্টিধারায়
ভিজবো দু'জন মিলে
আজ এ মন জানালায় দাঁড়িয়ে
কে ডাকে কে ডাকে