Kobita Lyrics ( কবিতা ) - Ayub Bachchu is a old song in Bangla. Kobita song sung by legend singer Ayub Bachchu. This name song is two different song singing by two different singer just title is same. Kobita song created by LRB Band. This is soft romantic song. So let's know the lyrics of Kobita song and also play the song in below.
- Song Name : Kobita ( কবিতা )
- Singer : Ayub Bachchu
- Band : LRB
You can also know Ekhon Onek Raat and Bela Seshe song lyrics.
Kobita Lyrics ( কবিতা ) - Ayub Bachchu
কবিতা তুমি এখনও
রাত হলে কি তারাদের গুনো
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো
যেই গান তুমি শুনিয়ে
গড়ে ছিলে এই মনে আবাস
যেই গান গুনগুনিয়ে
দিলে আমায় তোমার আকাশ
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই
ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি
পুরনো সেই সে আকাশ
স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে
পরিচিত দীর্ঘশ্বাস
ভাঁজ করা সেই স্মৃতির পৃষ্ঠা খুলে দেখি
পুরনো সেই সে আকাশ
স্বপ্নহীনতাকে এখন ধরে রাখে
পরিচিত দীর্ঘশ্বাস
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই
অভিযোগ নয়তো নয়
প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়
নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে
অযাযিত সংশয়
অভিযোগ নয়তো নয়
প্রতিটি নির্ঘুম রাত ভীষণ বড় মনে হয়
নিদ্রাহীনতাকে এখন ধরে রাখে
অযাযিত সংশয়
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই
কবিতা তুমি এখনও রাত
হলে কি তারাদের গুনো
কবিতা তুমি এখনও
বিকেল হলে সেই গান শুনো
যেই গান তুমি শুনিয়ে
গড়ে ছিলে এই মনে আবাস
যেই গান গুনগুনিয়ে
দিলে আমায় তোমার আকাশ
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই
আজ কবিতা অন্য কারো
দু'হাতে সে তার সুখকে উড়ায়
আমি আর আমার ফেরারি মন
মুঠো মুঠো শুধু দুঃখ কুড়াই