Valobasha O Oporadh Lyrics ( ভালবাসা ও অপরাধ ) - Hasan is a Bangla song. Valobasha O Oporadh song sung by Hasan. This song written by Prince Mahmud. Valobasha O Oporadh song created by famous Band ARK. This is another famous song which in Dag Theke Jay album by this ARK band. So, let's know the lyrics of Valobasha O Oporadh song and also play the song in below.
  • Song Name : Valobasha O Oporadh ( ভালবাসা ও অপরাধ )
  • Singer : Hasan
  • Lyrics : Prince Mahmud 
  • Album : Dag Theke Jay
  • Band : ARK
Valobasha O Oporadh Lyrics ( ভালবাসা ও অপরাধ ) - Hasan
Valobasha O Oporadh ( ভালবাসা ও অপরাধ )


You can also know Tin Shotti and Ek Golpo Boli song lyrics.

Valobasha O Oporadh Lyrics - Hasan


তুমি আমার আমার তুমি আমার
ভালোবাসা যদি অপরাধ হয়
সেই অপবাদ কাঁধে নিয়ে আমি
অনাদিকাল সেই অপরাধ


আমি তোমারি সাথে করে যাব
গোধূলি রাঙ্গা হ্রদে হৃদয়
ভিজিয়ে তোমার ঐ মন ভেজাব
ও সাজাব সাজাব


আমি তোমাতেই স্বপ্ন হবার
আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে


তোমার সে শুধুই তোমার
আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে


তোমার সে শুধুই তোমার
মিশে আছো অস্তিত্বে আমার
তবুও মনে জাগে কেনো ভয়
ওহ ভয় হুম ভয়

ভালবাসা ও অপরাধ লিরিক্স - Hasan


যদি তোমাকেই হারাতে হয়
তুমি হীনা প্রতি মুহূর্তকে মনে হয়
এক যুগের মত হায় কত
স্বর্গীয় ভালোবাসা আমার


আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার


আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার


আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার


আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার


আমি সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই
তুমি আমার একান্তই আমার
এই বিপ্লবী মন বিদ্রোহী হয়ে বলে
তোমার সে শুধুই তোমার