Tara Vora Rate Lyrics ( তারা ভরা রাতে ) - Ayub Bachchu is a famous song in Bangla media. Tara Vora Rate song sung by legend singer Ayub Bachchu. This song written and music by also Ayub Bachchu. Tara Vora Rate song collected from Rupali Guitar album. This album created by LRB band. Tara Vora Rate song is a hard rock type romantic song. So, let's know the lyrics of Tara Vora Rate song and also play the song in below.
- Song Name : Tara Vora Rate ( তারা ভরা রাতে )
- Singer : Ayub Bachhu
- Lyrics and Music : Ayub Bachhu
- Album : Rupali Guitar
- Band : LRB
You can also know Shukher E Prithibi and Dil song lyrics.
Tara Vora Rate Lyrics ( তারা ভরা রাতে ) - Ayub Bachchu
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু তোমার সুখের কথা
তুমিতো বলেছ শুধু তোমার সুখের কথা
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
আমি অনেক পথ ঘুরে
ক্ষয়ে ক্ষয়ে অন্ধকারে
তোমার পথের দেখা পেয়েছি
আর হৃদয়ের মাঝে
তোমায় কাছে আমি চেয়েছি
আজও হলোনা বলা আমার না বলা কথা
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
আমি অনেক ব্যাথা সয়ে
ছল ছল চোখের জ্বলে
তোমার চলে যাওয়া দেখেছি
আর রাতেরও আঁধারে
মনের দুঃখে আমি কেঁদেছি
আজও হলোনা বলা আমার না বলা কথা
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা
তুমিতো বলেছ শুধু তোমার সুখের কথা
তুমিতো বলেছ শুধু তোমার সুখের কথা
সে তারা ভরা রাতে আমি পারিনি বোঝাতে
তোমাকে আমার মনের ব্যাথা