Keno Monke Bojhate Parina Lyrics ( কেনো মনকে বোঝাতে পারিনা ) - Hasan is a oldest song in Bangla. Keno Monke Bojhate Parina song sung by Hasan. This song written by Prince Mahmud. Keno Monke Bojhate Parina song made by ARK band. This is a sad hard rock music song. So let's know the lyrics of Keno Monke Bojhate Parina song and also play the audio in below.
  • Song Name : Keno Monke Bojhate Parina ( কেনো মনকে বোঝাতে পারিনা )
  • Singer : Hasan
  • Lyrics : Prince Mahmud
  • Band : ARK
Keno Monke Bojhate Parina Lyrics ( কেনো মনকে বোঝাতে পারিনা ) - Hasan
Keno Monke Bojhate Parina ( কেনো মনকে বোঝাতে পারিনা )


You can aslo know Ekaki and Akasher Nile song lyrics.

 

Keno Monke Bojhate Parina Lyrics - Hasan


ও মন এই মন বোঝাতে পারিনা

আমারও ছিলো কত রাত

কত নক্ষত্রভরা রাত

আমারও আসতো প্রভাত

 

সে তো সূর্যের আলোয় ভরা

ছিলো এক স্বপ্নমানুষ

ভরে রাখতো গভীর মমতায়

হঠাৎ সে ঝড়ো হাওয়াত

 

তাকে কাছ থেকে দূরে নিয়ে যায়

কেনো মনকে বোঝাতে পারিনা

যে যায় ফিরে আসেনা

কেনো ফেলে আসা অতীত কাঁদায়

 

যন্ত্রণায় আহা

কেনো মনকে বোঝাতে পারিনা

যে যায় ফিরে আসেনা

কেনো ফেলে আসা অতীত কাঁদায়

যন্ত্রণায়

 

জানিনা কেনো জীবনে

শুধু আসে প্রলয়

তীব্র কিছু ভুল স্রোতে

আগামী ভেসে যায়

 

জানিনা কেনো জীবনে

শুধু আসে প্রলয়

তীব্র কিছু ভুল স্রোতে

আগামী ভেসে যায়

 

প্রিয়জন হারিয়ে যে যায়

নিভৃতেই সময় কাঁদায়

এ হৃদয়ে এত তোলপাড়

কেউ তো খবর রাখেনা

 

কেনো মনকে বোঝাতে পারিনা

যে যায় ফিরে আসেনা

কেনো ফেলে আসা অতীত কাঁদায়

যন্ত্রণায়

 

এ আগুন দৃশ্যমান নয়

সুতরাং কেনো এত

যে ফাগুন নিমেষেই চলে যায়

না বুঝে ব্যথা যত


কেনো মনকে বোঝাতে পারিনা লিরিক্স - Hasan



প্রিয়জন হারিয়ে যে যায়

নিভৃতেই সময় কাঁদায়

এ হৃদয়ে এত তোলপাড়

কেউ তো খবর রাখেনা

 

কেনো মনকে বোঝাতে পারিনা

যে যায় ফিরে আসেনা

কেনো ফেলে আসা অতীত কাঁদায়

যন্ত্রণায়

 

আমারও ছিলো কত রাত

কত নক্ষত্রভরা রাত

আমারও আসতো প্রভাত

সে তো সূর্যের আলোয় ভরা

 

ছিলো এক স্বপ্নমানুষ

ভরে রাখতো গভীর মমতায়

হঠাৎ সে ঝড়ো হাওয়াতে

তাকে কাছ থেকে দূরে নিয়ে যায়

 

কেনো মনকে বোঝাতে পারিনা

যে যায় ফিরে আসেনা।

কেনো ফেলে আসা অতীত কাঁদায়

যন্ত্রণায় আহা

 

কেনো মনকে বোঝাতে পারিনা

যে যায় ফিরে আসেনা

কেনো ফেলে আসা অতীত কাঁদায়

যন্ত্রণায় হায়