Ek Chala Tiner Ghor Lyrics ( একচালা টিনের ঘর ) - Ayub Bachchu is a old Bangla song. Ek Chala Tiner Ghor song sung bye legend singer Ayub Bachchu. This song is a hard rock type song. Ek Chala Tiner Ghor song created by LRB band. This song created in Prem Tumi Ki album. Ek Chala Tiner Ghor is a famous song in Bangla. So let's know the beautiful song Ek Chala Tiner Ghor lyrics and also play the song in below.
- Song Name : Ek Chala Tiner Ghor ( একচালা টিনের ঘর )
- Singer : Ayub Bachchu
- Album : Prem Tumi Ki
- Band : LRB
You can also know Tin Purush and Mone Ache Naki Nai song lyrics.
Ek Chala Tiner Ghor Lyrics ( একচালা টিনের ঘর ) - Ayub Bachchu
একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর
ভেতরে নেই ঠিক ঠাক বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটা ছেড়া সবশেষে বাশের বেড়া
একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর
জীবনের যত প্রয়োজন তবুও মানে না মন
নানান রঙের শান্তি খোজে না পেলে দুচোখ বুজে
এই কূলে আমার তুমি একটাই বিশ্বাস
তোমারই এক ইশারায় চলে যাবে নিঃশ্বাস
ভাইয়ে ভাইয়ে দ্বন্দ করে দাও সব বন্ধ
ভাই ছাড়া তোমার জীবন হয়ে যাবে অন্ধ
হেই একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর
ভেতরে নেই ঠিক ঠাক বাইরে বেশ ফিটফাট
সম্পর্কের কাঁটা ছেড়া সবশেষে বাশের বেড়া
জীবনের যত প্রয়োজন তবুও মানে না মন
নানান রঙের শান্তি খোজে না পেলে দুচোখ বুজে
একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর
লেনদেন সব গুছিয়ে নাও যার কাছে তুমি যা কিছু পাও
ঈমানের খুটি যেনো না হয় তোমার যেনোতেনো
আমার মনে বিশ্বাস তাই এ কুল ও কুল যেখানে যাই
তুমি ছাড়া উপায় নাই তুমি ছাড়া কোন কূল নাই
সময় থাকতে সাবধান হও লেনদেন সব গুছিয়ে নাও
ঈমানের খুটিটা যেন না হয় তোমার যেন তেন
দুদিনের এই সংসারে কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে শুধু ঘরটা রয় পরে
দুদিনের এই সংসারে কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে শুধু ঘরটা রয় পরে
হে একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর
একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর
দুদিনের এই সংসারে কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে শুধু ঘরটা রয় পরে
দুদিনের এই সংসারে কেউ আগে কেউ পরে
চলে যাব সব ছেড়ে শুধু ঘরটা রয় পরে
একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর
একচালা টিনের ঘর এই আপন এই পর
সবাই তো যাযাবর তবুও বানাই ঘর