Chadta Ektu Nile Bondhu Lyrics ( চাঁদটা একটু নিলে ) - Ayub Bachchu is a oldest popular song in Bangla media. Chadta Ektu Nile Bondhu song sung by legend singer Ayub Bachchu. This beautiful song written by Razib Ahmed. Chadta Ektu Nile Bondhu song collected from Achol album. This Achol album created by famous band LRB. Chadta Ektu Nile Bondhu song is a hard rock romantic song. So, let's know the lyrics of Chadta Ektu Nile Bondhu song and also play the song in below.
  • Song Name : Chadta Ektu Nile Bondhu ( চাঁদটা একটু নিলে )
  • Singer : Ayub Bachchu
  • Lyrics : Razib Ahmed
  • Album : Achol
  • Band : LRB
  • Label : Sangeeta
Chadta Ektu Nile Bondhu Lyrics ( চাঁদটা একটু নিলে ) - Ayub Bachchu
Chadta Ektu Nile Bondhu ( চাঁদটা একটু নিলে )
You can also know Tomar Karone and Oviman Niye song lyrics.

Chadta Ektu Nile Bondhu Lyrics ( চাঁদটা একটু নিলে ) - Ayub Bachchu

চাঁদটা একটু নিলে বন্ধু জোসনা ফুরায়রে
এমন হলে নিশি ধরে রাখি কি করে
চাঁদটা একটু নিলে বন্ধু জোসনা ফুরায়রে
এমন হলে নিশি ধরে রাখি কি করে

ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে
ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে

ওওও চাঁদটা একটু নিলে বন্ধু জোসনা ফুরায়রে
এমন হলে নিশি ধরে রাখি কি করে
চাঁদটা একটু নিলে বন্ধু জোসনা ফুরায়রে
এমন হলে নিশি ধরে রাখি কি করে

ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে
ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে

দুঃখ সুখ দুইজনে রইতে না চাই এক মনে
দুঃখ না হয় রাখলাম আমি সুখ তুই রাখিস রে
দুঃখ সুখ দুইজনে রইতে না চাই এক মনে
দুঃখ না হয় রাখলাম আমি সুখ তুই রাখিস রে

বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে
ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে

এক নদীর দুই কুলে ছেয়ে গেছে ফুলে ফুলে
ফুল নিবি না নদী নিবি ভেবে দেখিস রে
এক নদীর দুই কুলে ছেয়ে গেছে ফুলে ফুলে
ফুল নেবে না নদী নিবি ভেবে দেখিস রে

বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে
ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে

চাঁদটা একটু নিলে বন্ধু জোসনা ফুরায়রে
এমন হলে নিশি ধরে রাখি কি করে
চাঁদটা একটু নিলে বন্ধু জোসনা ফুরায়রে
এমন হলে নিশি ধরে রাখি কি করে

ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে
ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে

ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে
ও বন্ধু রাখিস তুই একটু নিশি
তোর চোখেতে ধরে