Prem Tumi Song Lyrics is an another famous song in Bangla. Prem Tumi song sung by Hasan. This song also written and tuning by Hasan. Prem Tumi Lyrics released year of 1998 in Jonmo Bhumi album.
This song created by ARK Band. So let's know the beautiful song Prem Tumi lyrics and also play the audio in below.
- Song Name : Prem Tumi ( প্রেম তুমি )
- Singer : Hasan
- Lyrics & Tune : Hasan
- Album : Jonmo Bhumi
- Band : Ark
- Released : 1998
- Label : Soundtek
Prem Tumi Lyrics By Hasan
প্রেম তুমি প্রেম তুমি
তুমি সূর্যোদয়ের যেন বন কোকিল
সুরেলা কোন মধুবিনা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝিঁঝিঁ ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবীনি
অশান্ত বিকেলে ক্লান্তিতে
দখিনা হাওয়ায়
তুমি যেন রংধনু সাত রঙের রঙ
লুকোচুরি সোনালী ফসলে
নয়ন চুরি যেন
কালবৈশাখীর প্রলয়ও শেষে
নতুন দিনের আলোয়
সাজানো বনভূমি
তুমি সূর্যোদয়ের যেন বন কোকিল
সুরেলা কোন মধুবিনা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাঁদে ঝিঁঝিঁ ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবীনি
অশান্ত বিকেলে ক্লান্তিতে
দখিনা হাওয়ায়
তুমি যেন রংধনু সাত রঙের রঙ
প্রেম তুমি লিরিক্স গায়ক হাসান
লুকোচুরি সোনালী ফসলে
নয়ন চুরি যেন
কালবৈশাখীর প্রলয়ও শেষে
নতুন দিনের আলোয় সাজানো বনভূমি
প্রকৃতি অকৃত্রিম সুন্দর আলো আঁধারে
তেমনি হে প্রেম তুমি সুন্দর দুটি অন্তরে
প্রেম সত্য প্রেম শ্বাসত প্রেম অবিনশ্বর
এমনও প্রেমের মাঝে রহিত ঈশ্বর
তুমি যেন রংধনু সাত রঙের রঙ
লুকোচুরি সোনালী ফসলে
নয়ন চুরি যেন
কালবৈশাখীর প্রলয়ও শেষে
নতুন দিনের আলোয়
সাজানো বনভূমি
তুমি সূর্যোদয়ের যেন বন কোকিল
সুরেলা কোন মধুবিনা
আর অস্তগামী হলে জোছনাতে
রূপালী চাদে ঝিঝি ডাকা
পড়ন্ত দুপুর ফুলে ফুলে
সুবাসিনী মায়াবীনি
অশান্ত বিকেলে ক্লান্তিতে
দখিনা হাওয়ায়
তুমি যেন রংধনু সাত রঙের রঙ
লুকোচুরি সোনালী ফসলে
নয়ন চুরি যেন
কালবৈশাখীর প্রলয় শেষে
নতুন দিনের আলোয়
সাজানো বনভূমি