Mon Moyna Lyrics ( মন ময়না ) - Hasan is a oldest Bangla song. Mon Moyna song sung by Hasan. This song written by Arman Khan. He also tune this song. Mon Moyna song is a famous romantic song. This song from Hasan Tin Shotti album. So let's know the lyrics of Mon Moyna song and also play the video in below.
  • Song Name : Mon Moyna ( মন ময়না )
  • Singer : Hasan
  • Lyric & Tune : Arman Khan
  • Band : ARK
  • Album : Tin Shotti
  • Label : Sangeeta
Mon Moyna Lyrics ( মন ময়না ) - Hasan
Mon Moyna ( মন ময়না )


You can also know Ami Tomar Kache Jabo and Eto Koshto Keno Valobashay song lyrics.

 

Mon Moyna Lyrics - Hasan


 

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে

 

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে

 

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে

 

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি

ব্যারাম দিলে

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি

ব্যারাম দিলে

 

কি হইল

কি হইল হিসাব না মিলে

মন ময়না

কি আরাম দিলি রে দিলে

 

কি হইল হিসাব না মিলে

মন ময়না

কি আরাম পাইলি রে দিলে 

মন রে তুই কাদিস কেনে রে

 

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে

রঙ্গের ঘুড়ি উড়াই দিলি নাটাই ছাড়া

কত দূরে যাইব ঘুড়ি কে দিব ভাড়া

 

রঙ্গের ঘুড়ি উড়াই দিলি নাটাই ছাড়া

কত দূরে যাইব ঘুড়ি কে দিব ভাড়া

ওরে তুই রাখলি না তোর ঘুড়ির খবর

সুতার তিলে

 

ময়না তুই রাখলি না তোর ঘুড়ির খবর

সুতার তিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম দিলি রে দিলে

 

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে

রঙ্গের বাতি রাঙ্গা মনে রঙ মাখিয়া

পইড়া রইলি সঙ্গের ঢঙ্গে একলা মাতিয়া


মন ময়না লিরিক্স - Hasan



রঙ্গের বাতি রাঙ্গা মনে রঙ মাখিয়া

পইড়া রইলি সঙ্গের ঢঙ্গে একলা মাতিয়া

ওরে তুই স্বপ্না দিয়া পাইলি কি তোর

রঙ্গের পিলে

 

ময়না তুই স্বপ্না দিয়া পাইলি কি তোর

রঙ্গের পিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম দিলি রে দিলে

 

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

 

মন রে তুই কাদিস কেনে রে

মন রে তুই কাদিস কেনে রে

মন ময়না

মন রে তুই কাদিস কেনে রে

 

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি

ব্যারাম দিলে

ওরে তুই স্বপ্ন দেইখা আরাম দিলি

ব্যারাম দিলে

 

কি হইল

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম দিলি রে দিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না

 

কি আরাম পাইলি রে দিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে

কি হইল হিসাব না মিলে মন ময়না

কি আরাম পাইলি রে দিলে