Akasher Nile Lyrics ( আকাশের নীলে ) - ARK is a old Bengali song. Akasher Nile song sung by Pancham. Many of the people think this song sung by Hasan but actually this song made by ARK band but singing by Pancham who is a mainly music composer. Akasher Nile song created in Jonmo Bhumi album. So let's know the lyrics of Akasher Nile song and also play the song in below.
  • Song Name : Akasher Nile
  • Singer : Pancham
  • Album : Jonmo Bhumi
  • Band : Ark
Akasher Nile Lyrics ( আকাশের নীলে ) - ARK
Akasher Nile ( আকাশের নীলে )


You can also know Chondrima Ekhono Tomay and She Jeno Ferari Opshori song lyrics.

 

Akasher Nile Lyrics - ARK


আকাশের নীলে হৃদয়ের তুলিতে

তোমায় একে যাই নীল বেদনায়

হৃদয়ের আলোয় তারার দ্বীপ জ্বেলে

জেগে রয়েছি তোমার ই দুচোখে

 

যত দুরে রয়ে যাও আমার ই হয়ে রও

তোমার ই জগতে তোমার ই হাসিতে

কত বৃষ্টি ঝরে যায়

হৃদয়ের আঙ্গিনায় সঙ্গীহীনতায়

 

আকাশের নীলে হৃদয়ের তুলিতে

তোমায় একে যাই নীল বেদনায়

তোমার কি বা আছে দেবার

দুচোখের নোনা জল

 

বিরহের ই করুণ সুরে

কেটে যায় প্রহর

তুমি তো জানলেনা কখনো

কত কাছে তুমি ছিলে


আকাশের নীলে লিরিক্স - ARK



যত দুরে রয়ে যাও

আমার ই হয়ে রও

তোমার ই জগতে

তোমার ই হাসিতে

 

কত বৃষ্টি ঝরে যায়

হৃদয়ের আঙ্গিনায় সঙ্গীহীনতায়

আকাশের নীলে হৃদয়ের তুলিতে

তোমায় একে যাই নীল বেদনায়

 

হৃদয়ের আলোয় তারার দ্বীপ জ্বেলে

জেগে রয়েছি তোমার ই দুচোখে

যত দুরে রয়ে যাও আমার ই হয়ে রও

তোমার ই জগতে তোমার ই হাসিতে

 

কত বৃষ্টি ঝরে যায়

হৃদয়ের আঙ্গিনায় সঙ্গীহীনতায়