Raat Pohale Lyrics ( রাত পোহালে ) - Dracula Sir is a new song in Bengali movie. Raat Pohale song sung by Ishan Mitra. This song written by Debaloy Bhattacharya. Raat Pohale song made for a movie which name Dracula Sir. Raat Pohale song actually based on Bengali vampire. So, Let's know lyrics of the song Raat Pohale and also play the song below.
- Song Name : Raat Pohale ( রাত পোহালে )
- Lyrics : Debaloy Bhattacharya
- Singer : Ishan Mitra
- Movie Name : Dracula Sir
Raat Pohale ( রাত পোহালে ) |
You can also know Sohena Jatona and Tomar Khola Hawa song lyrics.
Raat Pohale Lyrics - Dracula Sir
চাঁদ পোহালে আজ
রাত পোহালে আজ
অন্ধ তারাও ঘরে ফিরে যায়
যা কিছু সব ভুল ঠিকানায়
চাঁদ ফুরোলে আজ রাত ফুরোলে আজ
নিঝুমপারা পারা সব ভুলে যায়
যা কিছু রোদ সব বিছানায়
এখনও প্রায় অন্ধকার
ম্যাগাজিনে এ রাতের কভার
একশো তিমি হচ্ছে শিকার,
মহাজাগতিক সৎকার
তাও ক্ষয়ে যায় সব
রাত পোহালে লিরিক্স - Dracula Sir
রাত সয়ে যায়
এক হাজার ঘুম তার চিলেকোঠায়
সব ভুলে যায়
একা রাক্ষস ঘরে ফিরবে না
বাদুড়ের রাত তাকে ঘিরবেনা
বালিশের তুলো উড়ে বরফের শহরটা
ঢেকে যাবে ছাই চাপা রাগে
তাও ক্ষয়ে যায় সব
রাত সয়ে যায়
এক হাজার ঘুম তার চিলেকোঠায়
পুড়ে যাওয়া ঠোঁট আর
মুছে যাওয়া শোক আর
একা রাক্ষস তার বাড়ি খুঁজে যায়
সব ভুলে যায়