Prithibita Naki Lyrics ( পৃথিবীটা নাকি ) - Moheener Ghoraguli is an old popular Bangla song. Song of পৃথিবীটা নাকি ( Prithibita Naki ) lyrics sung by Gautam Chattopadhyay. This beautiful song written by Tapas Das. Song of Prithibita Naki started by the line of পৃথিবীটা নাকি ছোট হতে হতে and in the pronunciation of English language is Prithibita naki choto hote hote. This song released on the YouTube in 1999. Prithibita Naki song got huge visitor in YouTube after released this song also create some fanbase in offline music. This song created in the album of Aabar Bochor Kuri Pore. Prithibita Naki song also covered by many singer one of them name Noble Man.
This song sung in the language of Bangla. Prithibita Naki song created by the band of Moheener Ghoraguli. So, let's know the song of Prithibita Naki lyrics and also play the music in below.
Song Name | Prithibita Naki ( পৃথিবীটা নাকি ) |
Singer | Gautam Chattopadhyay |
Songwriter | Tapas Das |
Language | Bangla |
Covered By | Noble Man |
Band | Moheener Ghoraguli |
Released Date | 1999 |
Album | Aabar Bochor Kuri Pore |
Prithibita Naki Lyrics - Moheener Ghoraguli
পৃথিবীটা নাকি ছোট হতে হতে
স্যাটেলাইট আর কেবলের হাতে
ড্রয়িংরুমে রাখা বোকা বাক্সতে বন্দী
ঘরে বসে সারা দুনিয়ার সাথে
যোগাযোগ আজ হাতের মুঠোতে
ঘুচে গেছে বেশ কাল সীমানার গন্ডি
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
সারি সারি মুখ আসে আর যায়
নেশাতুর চোখ টিভি পর্দায়
পোকামাকড়ের আগুনের সাথে সন্ধি
পাশাপাশি বসে একসাথে দেখা
একসাথে নয় আসলে যে একা
তোমার আমার ভাড়াটের নয়া ফন্দি
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
স্বপ্ন বেচার চোরাকারবার
জায়গাতো তো নেই তোমার আমার
চোখ ধাঁধানোর এই খেলা শুধু বন্দী
তার চেয়ে এসো খোলা জানালায়
পথ ভুল করে কোন রাস্তায়
হয়তো পেলেও পেতে পারি আরো সঙ্গী
ভেবে দেখেছো কী
তারারাও যত আলোকবর্ষ দূরে তারো দূরে
তুমি আর আমি যাই ক্রমে সরে সরে
পৃথিবীটা নাকি লিরিক্স - Moheener Ghoraguli