Nodi Lyrics (নদী) - Habib Wahid is the new song from Habib Wahid. Nodi song is produce byRoksana Wahid. And this song is written by Lutfor Hasan. And music video cast is doing by Habib Wahid and Payelia Payel.
- Song : Nodi (নদী)
- Artist : Habib Wahid
- Tune & Music : Habib Wahid
- Lyrics : Lutfor Hasan
- Produced by : Roksana Wahid
Nodi Lyrics - Habib Wahid
Tor kothai, tomar pothe
Danrie thaki jodi.
Poth ta amar poth thake na,
Poth hoye jai nodi.
Tomar dekhar ashay thaki
Sei nodi tir kule,
Amay tumi sey poth theke
Naona tobu tule.
Ekta polok dekhar taray
Ekta din arr raate.
Amar sokol thomke thake
Kaaj thake na haate.
Arr kichu na,
Dekhbo tomay;
Eitukui toh dabi.
Tumi amar, bondho somoy
Khule debar chabi.
নদী লিরিক্স - Habib Wahid
তোর কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি ।
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী ।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে ।
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে ।
একটা পলক দেখার তাড়ায়
একটা দিন আর রাতে,
আমার সকল থমকে থাকে
কাজ থাকে না হাতে ।
আর কিছু না,
দেখবো তোমায়;
এটুকুই তো দাবি ।
তুমি আমার, বন্ধ সময়
খুলে দেবার চাবি ।
তোর কথায়, তোমার পথে
দাঁড়িয়ে থাকি যদি ।
পথটা আমার পথ থাকে না,
পথ হয়ে যায় নদী ।
তোমায় দেখার আশায় থাকি
সেই নদীটার কূলে ।
আমায় তুমি সে পথ থেকে
নাও না তবে তুলে ।।