- Song Name : Ami Tomar Sathe Ekla Hote Chai ( আমি তোমার সাথে একলা হতে চাই )
- Singer : Paroma Banerjee
- Lyrics : Moheener Ghoraguli
- Music : Moheener Ghoraguli
Ami Tomar Sathe Ekla Hote Chai ( আমি তোমার সাথে একলা হতে চাই) |
You can also know Bokul Ful and Abar Tui song Lyrics.
Ami Tomar Sathe Ekla Hote Chai Lyrics
Ami tumar sathe ekla hote chai
tumar chuye swapno, sei swapne veja rong
Ronger nesha gondhe, valobasai notun hote chai
Alo ar nirjonotai tumar sathe ekla hote chai
Ami tumar sathe ekla hote chai
Ami tumar sathe ekla hote chai
Shorir jeno janala, sei janala jure akash
akash venge bristy, bristy te dube jai
Ushno abeshe dhonno shudhu valobasaroi jonno
Ami nijer kache onno hote chai
Ami tumai chuye ekla hote chai
Tumar sathe ekla hote chai
tumar chuye swapno, sei swapne veja rong
Ronger nesha gondhe, valobasai notun hote chai
Alo ar nirjonotai tumar sathe ekla hote chai
Ami tumar sathe ekla hote chai
Megher chokhe jostna, Sei jostna jhoru batas
Batas venge rouddur, rouddure vije jai
Dakse mayar onno shudhu ektu chouyar e jonno
Ami tumar kache onno hote chai
Ami tumai chuye onno hote chai
Ami tumar sathe ekla hote chai
Ami tumar sathe ekla hote chai
tumar chuye swapno, sei swapne veja rong
Ronger nesha gondhe, valobasai notun hote chai
Alo ar nirjonotai tumar sathe ekla hote chai
Ami tumar sathe ekla hote chai
আমি তোমার সাথে একলা হতে চাই লিরিক্স
আমি তোমার সাথে একলা হতে চাই !
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই . .!!
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই . .
আমি তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই . .!!
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই . .
আমি তোমার সাথে একলা হতে চাই
শরীর যেন জানলা, সেই জানলা জুড়ে আকাশ
আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টিতে ডুবে যাই
উষ্ণ আবেশে ধন্য শুধু ভালবাসারই জন্য
আকাশ ভেঙে বৃষ্টি, বৃষ্টিতে ডুবে যাই
উষ্ণ আবেশে ধন্য শুধু ভালবাসারই জন্য
আমি নিজের কাছে অন্য হতে চাই
আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই
তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই !
আমি তোমায় ছুঁয়ে একলা হতে চাই
তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই !
মেঘের চোখে জ্যোত্স্না , সেই জ্যোত্স্না ঝোড়ো বাতাস,
বাতাস ভেঙে রোদ্দুর, রোদ্দুরে ভিজে যাই !
ডাকছে মায়ার অন্য শুধু একটু ছোঁয়ার-ই জন্য
আমি তোমার কাছে অন্য হতে চাই,
আমি তোমায় ছুঁয়ে অন্য হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই
বাতাস ভেঙে রোদ্দুর, রোদ্দুরে ভিজে যাই !
ডাকছে মায়ার অন্য শুধু একটু ছোঁয়ার-ই জন্য
আমি তোমার কাছে অন্য হতে চাই,
আমি তোমায় ছুঁয়ে অন্য হতে চাই !
আমি তোমার সাথে একলা হতে চাই
আমি তোমার সাথে একলা হতে চাই
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই !
তোমায় ছুঁয়ে স্বপ্ন, সেই স্বপ্নে ভেজা রং,
রঙের নেশা গন্ধে, ভালবাসায় নতুন হতে চাই
আলো আর নির্জনতায় তোমার সাথে একলা হতে চাই।
আমি তোমার সাথে একলা হতে চাই !