• Song Name : Aaloshyo (আলস্য)
  • Singer : Surangana Bandyopadhyay
  • Music : Anupam Roy
  • Lyricist : Anupam Roy
  • Movie : Uma
  • Music Label : SVF

Aaloshyo Lyrics (আলস্য) - Anupam Roy
Aaloshyo (আলস্য)

Aaloshyo Lyrics (আলস্য) - Anupam Roy

সেই গ্রীষ্মের সকাল গুলো তেই
পর্দা ঠেলে সরিয়ে,
হাওয়া দিলো ভাসিয়ে
হাওয়া দিলো ভাসিয়ে

তখন
আমার এ বিছানা ঘুম,
ছাড়েনি চোখের কোল
আর হাওয়াতে লাগালো দোল,
হাওয়াতে লাগালো দোল

তখন আবার এমন জাগে
কোন অচেনা সংগ্রাগে,
তখন আবার এমন জাগে
কোন অচেনা সংগ্রাগে

যেন তুলো সে যে আকাশ
পথে দিতে হবে পারি

তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে,
তুমি চোখ বুজো না, বুজো না
আমি এলাম বলে

এখনো সময় অনেক বাকি
ওওওও...

আমার মনের এ গোপন পথে
আজো সে বাউন্ডুলে,
চোখ রেখে কাটা ঘুড়িতে
হটাত যায় হারিয়ে

আমার
মনের গভিরতা কে,
অনুভূতির আঙ্গুলে
স্পর্শ করে দেখনি,
স্পর্শ করে দেখনি

তখন আবার এমন জাগে
কোন অচেনা সংরাগ,
তখন আবার এ জাগে
কোন অচেনা সংরাগে

যেন তুলো সে যে আকাশ
পথে দিতে হবে পারি

তুমি আচল পেতে রাখো না
আমি আসছি চলে,
তুমি চোখ বুজো না , বুজো না
আমি এলাম বলে

এখনো সময় অনেক বাকি
ওওওও....

Aaloshyo Video Song (আলস্য) - Anupam Roy