- Song Name : Jodi Kokhono ( যদি কখনো )
- Singer Male : Belel Khan
- Singer Female : Merry
- Lyrics : Kabir Bakul
- Producer : Jaaz Multimedia
- Movie : Pashan
![]() |
Jodi Kokhono ( যদি কখনো ) |
Jodi Kokhono ( যদি কখনো ) Lyrics - Pashan
যদি কখনো তুমি না থাকো তুমি আর
দুদিকে পথ হয় দুজনার
হৃদয়ে শূন্যতা উঠে যদি হাহাকার
কিছু পাওয়া কিছু না পাওয়ার
যদি কখনো তুমি না থাকো তুমি আর
দুদিকে পথ হয় দুজনার
হৃদয়য়ের শূন্যতা উঠে যদি হাহাকার
কিছু পাওয়া কিছু না পাওয়ার
তখনো দাড়িয়ে মন বাড়িয়ে
তোমাতে হারিয়ে হবো যে একাকার একাকার...
আমার চাওয়াতে আছো তুমি তাতে
এ চাওয়ার শেষ কিছু নেই
মরনে নিও ওপারে গিয়ে নিও
চাইবো শুধু তোমাকে
আমার চাওয়াতে আছো তুমি তাতে
এ চাওয়ার শেষ কিছু নেই
মরনে নিও ওপারে গিয়ে নিও
চাইবো শুধু তোমাকে
করিনি ভাবনা পাবো কি পাবোনা
ভেবেছি ছেরেতো যাবনা
না বলা সব কথা হৃদয়ে কিযে ব্যাথা
কখনো তুমি জানবেনা
সময়ে হারালে চোখের আড়ালে
চোখ তোমাকে খুঁজবে.....