Cholo Na is a popular Bengali song by renowned artist Habib Wahid. The lyrics, penned by Asif Iqbal, express a deep yearning for closeness and love, inviting a partner to embark on a journey together, embracing love without constraints.

The song beautifully captures the essence of romantic longing and the desire to create a world filled with happiness together. Released in 2018, "Cholo Na" has garnered significant appreciation for its melodious tune and heartfelt lyrics, resonating with many listeners.
  • Song Name : Cholo Na (চলোনা)
  • Vocal & Tune : Habib Wahid
  • Music : Fuad Almuqtadir
  • Lyrics : Asif Iqbal
  • Cast : Habib Wahid & Sharlina Hossain


ALSO CHECK: Lokkhiti (Ami Ki Tomay Khub Birokto Korchi) Lyrics

Cholo Na Lyrics - Habib and Fuad's


বলো না কিভাবে বলি তোমায় ,
করেছো পাগল , প্রথম দেখায় ...
হয়েছি তোলপাড় , অচেনা ঘোরে,
তোমায় নিতে চাই আপন করে ...
চলো না , দুজনে কাছে আসি ,

চলো না , মেঘে মেঘে দূরে ভাসি ,
চলো না , কিছু না মানা ভালোবাসি ,
চলো না, সাজাই মিলে সুখেরই পৃথিবী ...
চলো না ........ চলো না .... চলো না .... 

আমাদের গল্প হবে রূপকথার ,
ছাড়িয়ে স্বপ্নেরই সীমানা ...
তুমি আমি যেন অবনদীর মতো ,
বয়ে যাবো ছুঁয়ে ছুঁয়ে অজানায় ...

চলোনা লিরিক্স - Habib and Fuad's


তুমি ছাড়া চায়না কিছু এ মন ,
তোমাকে নিয়ে সব কল্পনা ...
হৃদয়ে আমি রাখবো তোমায় সারাক্ষন ,
তুমি ছাড়া এ মন, কিছু না বোঝে না ...

না .... মন সে তো কোনো বাঁধা মানে না যে ,
এবার ... তুমি হাত ধরে বলো , পাশে থেকে বলো ,
ভালোবেসে কি হবে না আমার ....
চলো না , দুজনে কাছে আসি ,

চলো না , মেঘে মেঘে দূরে ভাসি ,
চলো না , কিছু না মানা ভালোবাসি ,
চলো না, সাজাই মিলে সুখেরই পৃথিবী ...
চলো না ........চলো না .... চলো না ....

বলো না কিভাবে বলি তোমায় ,
করেছো পাগল , প্রথম দেখায় ...
হয়েছি তোলপাড় , অচেনা ঘোরে,
তোমায় নিতে চাই আপন করে ...

চলো না , দুজনে কাছে আসি ,
চলো না , মেঘে মেঘে দূরে ভাসি ,
চলো না , কিছু না মানা ভালোবাসি ,
চলো না, সাজাই মিলে সুখেরই পৃথিবী ...

চলো না ........ চলো না .... চলো না ....
 

Cholo Na (চলোনা) Lyrics - Habib and Fuad's